দলত্যাগী মুকুল রায় (mukul roy) সদ্য তৃণমূলে প্রত্যাবর্তনের আগে বিজেপির (bjp) সর্বভারতীয় সহ সভাপতির দায়িত্বে ছিলেন। তিনি দল ছাড়ায় স্বাভাবিকভাবেই গেরুয়া শিবিরে ওই পদটি খালি হয়েছে। শোনা যাচ্ছে, শিগগিরই ওই পদে নতুন মুখকে আনা হবে। বাংলায় সংগঠন বিস্তারের লক্ষ্য তথা আগামী লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে ওই পদে কোনও বাঙালি নেতাকে বসানো হতে পারে বলে সূত্রের খবর। আর সেদিক থেকে নরেন্দ্র মোদি, অমিত শাহদের পছন্দের নেতা ও রাজ্যসভা সাংসদ স্বপন দাশগুপ্তের নাম উঠে আসছে। পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা বলে পরিচিত দিল্লিবাসী স্বপন দাশগুপ্ত (swapan dasgupta) এবারের বিধানসভা নির্বাচনে তারকেশ্বর কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছিলেন। ভোটে লড়ার জন্য রাজ্যসভায় রাষ্ট্রপতি মনোনীত এই সদস্য পদত্যাগ করেন। ভোটে হারার পর দ্রুত তাঁকে ফের রাজ্যসভার সদস্যপদে পুনর্নিয়োগ করা হয়। দিল্লি ও রাজ্য সংগঠনের মধ্যে সেতুবন্ধনে স্বপন দাশগুপ্তের নাম এখন বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি পদে জল্পনার কেন্দ্রে
