বিজেপির দখলে থাকা মালদহ জেলা পরিষদে অনাস্থা আনল তৃণমূল

মালদহ(Maldha) জেলা পরিষদের বিরুদ্ধে অনাস্থা আনল তৃণমূল(TMC)। রাজ্য নেতৃত্বের নির্দেশমতো বৃহস্পতিবার ডিভিশনাল কমিশনারের কাছে অনাস্থা পত্র পেশ করল জেলা পরিষদের তৃণমূল সদস্যরা। উল্লেখ্য বিধানসভা নির্বাচনের আগে মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌর চন্দ্র মন্ডল(Gour Chandra Mondal) সহ বেশ কয়েকজন বিজেপিতে(BJP) যোগদান করে। এর পরই জেলা পরিষদের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি এবং তৃণমূলের মধ্যে শুরু হয় বাক যুদ্ধ। নির্বাচন পর্ব শেষ হতেই শুভেন্দু ঘনিষ্ঠ বিজেপি নেতা গৌরচন্দ্র মণ্ডলের বিরুদ্ধে অনাস্থা প্রস্তুতি শুরু করে দেয় জেলা তৃণমূল নেতৃত্ব।

আরও পড়ুন:যোগীরাজ্যে বৃদ্ধ নিগ্রহের ঘটনায় টুইট করার জেরে মামলা অভিনেত্রী স্বরার বিরুদ্ধে

সেইমতো বৃহস্পতিবার ২৩ জন সদস্যকে নিয়ে ডিভিশনাল কমিশনার দেবতোষ মন্ডলের হাতে অনাস্থা পত্র পেশ করে তৃণমূল। এই বিষয়ে জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মৌসম বেনজির নূর জানান, বর্তমানে ২৩ জন সদস্য উপস্থিত আছেন। তৃণমূলের দখলেই হয়েছে জেলা পরিষদ। একইসঙ্গে তিনি স্পষ্ট করে এটাও জানিয়ে দেন, বিধানসভা নির্বাচনের আগে যারা দলকে বিপদে ফেলে বিজেপিতে গেছেন তাদের দ্বিতীয়বারের জন্য তৃণমূলে নেওয়া হবে না।

Previous articleযোগীরাজ্যে বৃদ্ধ নিগ্রহের ঘটনায় টুইট করার জেরে মামলা অভিনেত্রী স্বরার বিরুদ্ধে
Next articleবিজেপির সংগঠনে মুকুলের জায়গায় কোনও বাঙালি মুখ?