Wednesday, August 27, 2025

এবার আইএসএল কোথায় হবে তা নিয়ে জল্পনা তুঙ্গে। তারই মাঝে সূত্রের খবর, আইএসএল হতে পারে কাতার বা দুবাইতে। গতবার আইএসএল হয়েছিল গোয়ায়। জৈব সুরক্ষা বলয়ে কোভিডের সমস্ত নিয়মবিধি মেনে অনুষ্ঠিত হয়েছিল আইএসএল। করোনার প্রকোপ সেখানে দেখা যায়নি

অবশ্য আইএসএল কাতার বা দুবাইতে সরিয়ে নিয়ে যাওয়ার পেছনে বেশ কয়েকটি যুক্তি খাড়া করা হয়েছে। প্রথমত, স্টেডিয়ামে দর্শক পাওয়া যাবে এবং দ্বিতীয়ত , বিদেশে সহজেই আইএসএল- এর প্রচার সম্ভব হবে। ইতিমধ্যেই কাতার ফুটবল সংস্থাকে আইএসএল আয়োজন করার জন্য প্রস্তাব পাঠানো হয়েছে । যদিও সেখানে সামান্য সমস্যা দেখা দিয়েছে। কারণ , ২০২২ সালে বিশ্বকাপ ফুটবল খেলা হবে কাতারে। ফলে সেখানকার স্টেডিয়াম গুলি আইএসএল এর জন্য আদৌ ব্যবহার করতে দেওয়া হবে কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ দানা বেঁধেছে। সে দিক থেকে দেখলে দুবাইতে আইএসএল-এর আয়োজনে কোনও সমস্যা নেই । যদিও সেপ্টেম্বর অক্টোবর মাসে দুবাইতে প্রচন্ড গরম থাকবে । ফলে সব খেলা ফ্লাডলাইটে রাতের বেলা করা ছাড়া উপায় নেই। এছাড়াও দুবাইতে আরও একটি সুবিধা হলো, প্রচুর বড় হোটেল থাকায়, ১০ দলের খেলোয়াড়দের থাকা খাওয়ার কোনও অসুবিধা হবে না।
যদিও একটি বিষয় নিয়ে রীতিমতো ফাঁপড়ে পড়েছেন কর্তারা। কারণ, বিশেষজ্ঞদের মতে ভারতে করোনার তৃতীয় ঢেউ আসবে অগাস্ট মাসে । কর্তারা জানিয়েছেন, দেশে টুর্নামেন্ট হলে গোয়া অনেকটাই এগিয়ে আছে । কারণ, সেখানে সংক্রমণের হার সব থেকে কম। যদিও সেই তালিকায় কলকাতা এবং কেরালা আছে। কলকাতায় যদি এই টুর্নামেন্ট হয় ,সেক্ষেত্রে সব খেলা কিন্তু কলকাতায় হবে না বলে জানিয়েছেন আয়োজকরা।
দশ দলের প্রতিনিধিদের উপস্থিতিতে এই বিষয়ে একটি বৈঠক হয় এবং সেই বৈঠকে কিন্তু আইএসএল বিদেশে নিয়ে যাওয়ার পেছনে আইপিএলের যুক্তি খাড়া করা হয়। তাদের মতে ,আইপিএলের মতো টুর্নামেন্ট যদি মধ্যপ্রাচ্যে হতে পারে সে ক্ষেত্রে দেশের সর্বোচ্চ ফুটবল টুর্নামেন্ট আইএসএল কেন মধ্যপ্রাচ্যে করা সম্ভব হবে না। শেষ পর্যন্ত আইএসএল কোথায় হবে তা কয়েকদিনের মধ্যেই জানা যাবে।

Related articles

একসঙ্গে গণেশ পুজোয়! সুনিতা বললেন ‘আমার গোবিন্দা শুধুই আমার’

বিচ্ছেদের যাবতীয় গুঞ্জন উড়িয়ে এক সঙ্গে গোবিন্দা-সুনিতা (Govinda-Sunita)। বুধবার বাড়ির গণেশ পুজোয় (Ganesh festival) ভেস্তে দিলেন নিন্দুকদের সব...

আমার ইতিহাস জড়িয়ে রয়েছে: মহারাষ্ট্র নিবাসের গণেশপুজোয় মন্তব্য মমতার

১০১ বছরে পড়ল কলকাতার মহারাষ্ট্র নিবাসের গণেশপুজো (Ganesh Pujo)। বুধবার, সেই পুজোর উদ্বোধন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়...

ক্যালকাটা কাস্টমসের কাছে হার, সুপার সিক্সের পথ কঠিন করে ফেলল মোহনবাগান

কলকাতা লিগে(CFL) সুপার সিক্সের পথ আরও কঠিন করে ফেলল মোহনবাগান(Mohun Bagan)। বিএসএসের কাছে জয়ের পর ক্যালকাটা কাস্টমসের(Calcutta Customs...

দেশ-বিদেশের মানচিত্রে পর্যটনে উজ্জ্বল বাংলা! সামনে বড় লক্ষ্য: ইন্দ্রনীল সেন 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শী নেতৃত্বে দেশ-বিদেশের পর্যটন মানচিত্রে ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ স্থান করে নিয়েছে বাংলা। তবে এখানেই থেমে থাকতে...
Exit mobile version