Friday, November 14, 2025

‘করোনায় বিধ্বস্ত ভারত’, ভয়াবহ ক্ষতির জন্য চিনের কাছে ক্ষতিপূরণ দাবি ট্রাম্পের

Date:

ভারতে ভয়াবহ করোনা পরিস্থিতির(Corona situation) জন্য সরাসরি চিনকে দায়ী করলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প(Donald Trump)। পাশাপাশি বিপুল এই ক্ষতির জন্য চিনের কাছে ক্ষতিপূরণও দাবি করলেন তিনি।

বৃহস্পতিবার এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বলেন, “করোনা সংক্রমনের জেরে গোটা বিশ্বে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার জন্য চিনের উচিত ক্ষতিপূরণ দেওয়া। কেবল আমাদের ১০ ট্রিলিয়ন ক্ষতিপূরণ দেওয়া উচিত। গোটা বিশ্বে এই অংকটা অনেক বেশি হবে। দুর্ঘটনাক্রমে হোক বা না হোক ওরা যা করেছে তার জন্য বহু দেশ কার্যত ধ্বংস হয়ে গিয়েছে। আমি আশা করছি এটা ভুল করেই ঘটিয়েছে চিন। যাইহোক এই দেশগুলির দিকেও দেখা উচিত।” এরপরই ভারতের প্রসঙ্গ টেনে এনে ডোনাল্ড ট্রাম্প বলেন, “দেখুন ভারতে এখন কী পরিস্থিতি তৈরি হয়েছে। সবাই একটা সময় বলতো ভারত কত ভাল অবস্থায় রয়েছে। কিন্তু ভারতের অবস্থাও এখন খারাপ। গোটা বিশ্বের অবস্থা খারাপ। দেশগুলির এমন পরিস্থিতিও করোনার উৎপত্তিস্থল খোঁজার অন্যতম কারণ। তবে আমার মনে হয় চিনের উচিত সকলকে সাহায্য করা।”

আরও পড়ুন:ক্ষমা চাওয়ার পরও মিলছে না রেহাই, এবার ছত্তিশগড়ে রামদেবের বিরুদ্ধে এফআইআর

উল্লেখ্য, বিশ্বজুড়ে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার সময়ই এই ঘটনার জন্য সরাসরি চিনের দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দৃঢ় বিশ্বাস ছিল চিনের উহান ভাইরোলজি ল্যাবে থেকে এই ভাইরাস ছড়িয়ে পড়ে। শুধু তাই নয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে বারবার এই বিষয়ে তদন্তের দাবি করেন ট্রাম্প। যদিও ট্রাম্পের দাবি সরাসরি নাচক করে দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version