অধীরের নেতৃত্বে শনিবার প্রদেশ কংগ্রেসের পর্যালোচনা বৈঠক

স্বাধীনতার পর থেকে এই প্রথম, পশ্চিমবঙ্গ একটি আসন না পেয়ে পশ্চিমবঙ্গ বিধানসভায় শূণ্য শতাব্দী প্রাচীন কংগ্রেস। আর বিধানসভা ভোটে বেনজির বিপর্যয়ের পরে প্রদেশ কংগ্রেসের প্রথম বৈঠক ডাকা হয়েছে আগামিকাল, শনিবার।

মৌলালিতে প্রদেশ কংগ্রেস সদর দফতর বিধান ভবনে প্রদেশ সভাপতি অধীর চৌধুরীর নেতৃত্বে বৈঠকে ডাকা হয়েছে রাজ্যে কংগ্রেসের পদাধিকারী, বিভিন্ন কমিটি ও শাখার সংগঠনগুলির প্রধান এবং জেলা সভাপতিদের। প্রাক্তন বিধায়কেরাও বৈঠকে থাকতে পারেন এই বৈঠকে, থাকতে পারেন সিনিয়ার লিডাররা।

এআইসিসি-র পর্যালোচনা কমিটি বাংলায় ভোটের ফলাফলের বিষয়ে রিপোর্ট জমা দিয়ে দেওয়ার পরে প্রদেশ কংগ্রেসের প্রাথমিক বিশ্লেষণ হতে পারে এই বৈঠকেই। এআইসিসি-এর তরফে প্রতি রাজ্যে কোভিড সহায়তা ও করোনা-তথ্য সংগ্রহ করতে বাহিনী গড়ার জন্য প্রদেশ সভাপতিদের নির্দেশ দেওয়া হয়েছে। সেই বিষয়েও বৈঠকে আলোচনা হতে পারে।

আগামিদিনে বামফ্রন্ট-এর সঙ্গে কংগ্রেস জোটে থাকবে কি-না, সেই বিষয়টিও উঠে আসতে পারে এই বৈঠক থেকে।

এদিকে, সিপিএমের রাজ্য কমিটির দ্বিতীয় পর্যালোচনা বৈঠকও রয়েছে শনি ও রবিবার।

আরও পড়ুন- সোমবার থেকে ১৫ মিনিট অন্তর মেট্রো, কোন কোন সময়ে মিলবে ট্রেন?

 

Previous articleসোমবার থেকে ১৫ মিনিট অন্তর মেট্রো, কোন কোন সময়ে মিলবে ট্রেন?
Next articleসফল অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন এরিকসন