Tuesday, November 4, 2025

নন্দীগ্রামের ভোটে কারচুপির অভিযোগে হাইকোর্টে মমতা’র মামলার শুনানি আজ

Date:

Share post:

সাম্প্রতিক রাজ্য বিধানসভার ভোটে নন্দীগ্রাম কেন্দ্রের নির্বাচনে কারচুপি-সহ একাধিক অভিযোগ এনে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় ।শুক্রবার হাইকোর্টে বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চে এই মামলার শুনানি হতে পারে৷

নন্দীগ্রামে ভোট গণনায় কারচুপি করে জয়ী হয়েছেন বিজেপিপ্রার্থী শুভেন্দু অধিকারী, এই অভিযোগ গণনার দিনেই তুলেছিল তৃণমূল। ভোটের ফলপ্রকাশের পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, নন্দীগ্রামের ফল নিয়ে আদালতে যাবেন। ভোট গণনার দিন প্রথমে খবর আসে, ১২০০ ভোটে নন্দীগ্রামে জয়ী হয়েছেন মমতা। তার কিছুক্ষণ পরেই ফের জানা যায় নন্দীগ্রামে জিতেছেন শুভেন্দু। শুভেন্দুকেই জয়ী ঘোষণা করেন রিটার্নিং অফিসার। তৃণমূলের তরফে পুনর্গননার আবেদন জানানো হয়েছিলো তখনই৷ নির্বাচন কমিশন তা খারিজ করে দেয়। তখন থেকেই গণনায় কারচুপির অভিযোগ তুলেছে তৃণমূল। এবার সেই অভিযোগ এবং ভোটপ্রচারে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা, হুমকি দেওয়া, অসত্য তথ্য পেশ করা, ধর্মের ভিত্তিতে ভোট ভাগ করা ইত্যাদি একাধিক অভিযোগ সামনে এনেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ হাইকোর্টে বিচারপতি কৌশিক চন্দের সিঙ্গেল বেঞ্চে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানি হওয়ার কথা।

আরও পড়ুন-নারদ কাণ্ডে CBI -এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আইনমন্ত্রী মলয় ঘটক, শুক্রবার শুনানির সম্ভাবনা

প্রসঙ্গত, নির্বাচন নিয়ে কোনও প্রার্থীর কোনও অভিযোগ থাকলে জনপ্রতিনিধিত্বমূলক আইনের ভিত্তিতে ‘ইলেকশন পিটিশন’ করা যায়। আইনে বলা আছে ভোট প্রক্রিয়া শেষ হওয়ার দেড় মাসের মধ্যে এই ধরনের পিটিশন জমা দিতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ম মেনেই দেড় মাসের মধ্যে এই পিটিশন দাখিল করেছেন৷ ২ মে ভোটের ফলাফল প্রকাশ হয়েছে। গত ১৭ জুন নির্দিষ্ট দেড় মাসের মেয়াদ শেষ হয়েছে। তার আগেই মমতা পিটিশন দাখিল করায় শুক্রবার থেকেই সম্ভবত মামলা শুরু হচ্ছে।

spot_img

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...