Friday, August 22, 2025

১৩ বছরের রেকর্ড ভেঙে সর্বাধিক ভারতীয় টাকা জমা পড়ল সুইস ব্যাংকে

Date:

Share post:

সুইস ব্যাংকে(Swiss bank) ভারতীয়দের টাকা(Indian money) রাখার পরিমাণ এক লাফে অনেকটাই বেড়ে গেল। বিগত ১৩ বছরের মধ্যে সুইস ব্যাংকে ভারতীয় ব্যক্তি ও সংস্থার অর্থের পরিমাণ রেকর্ড হারে বৃদ্ধি পেয়েছে বলে জানা গিয়েছে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী, সুইজারল্যান্ডের ব্যাঙ্ক গুলিতে ২০২০ সালে ভারতীয়দের নগদের পরিমাণ বেড়েছে ২০ হাজার ৭০০ কোটি টাকারও বেশি। গ্রাহকদের নগদ আমানতের পরিমাণ কমলেও সিকিউরিটির মতো হোল্ডিংয়ের মাধ্যমে ভারতীয়দের সঞ্চয়ে এই বৃদ্ধি দেখা গিয়েছে। সম্প্রতি সুইৎজারল্যান্ডের(Switzerland) কেন্দ্রীয় ব্যাঙ্কের বার্ষিক রিপোর্টে এই তথ্য প্রকাশ্যে আনা হয়েছে।

তথ্য অনুযায়ী, সুইস ব্যাঙ্কগুলিতে ভারতীয় গ্রাহকদের মোট জমা টাকার পরিমাণ ২০১৯-র শেষে ৬,৬২৫ কোটি টাকা থেকে বেড়ে হয়েছে ২০,৭০০ কোটি টাকা। গত দুই বছরে এর পরিমাণ কমেছিল। কিন্তু ফের তা বেড়ে গত ১৩ বছরের মধ্যে সর্বাধিক অঙ্কে পৌঁছেছে। ২০০৬ সালে সুইস ব্যাংকে ভারতীয়দের জমার পরিমাণ রেকর্ড ৬.৫ বিলিয়ন সুইস ফ্র্যাঙ্কে পৌঁছেছিল। তারপর থেকেই তা নিম্নমুখীই ছিল। ২০১১,২০১৩ ও ২০১৭-তে এই নিম্নমুখী প্রবণতার ব্যতিক্রম ঘটেছিল। সুইস ন্যাশনাল ব্যাঙ্ক (এসএনবি)-র পরিসংখ্যান থেকে এই তথ্য জানা গিয়েছে। সম্প্রতি বিভিন্ন ট্রাস্ট, বন্ড, সিকিউরিটি মানি বাবদ বিপুল পরিমাণ টাকা জমা পড়ে সুইস ব্যাংকে।

উল্লেখ্য, যে রিপোর্ট এদিন কেন্দ্রীয় সুইস ব্যাংকের তরফে প্রকাশ্যে আনা হয়েছে এগুলি বিভিন্ন ব্যাঙ্কের তরফে এসএনবি-কে প্রদত্ত রিপোর্ট। ভারতীয় সুইস ব্যাঙ্কে কালো টাকা গচ্ছিত রাখার বহুচর্চিত অভিযোগ সংক্রান্ত বিষয়ে এই তথ্য কোনও ইঙ্গিত দেয় না। তৃতীয় কোনও দেশের সংস্থার মাধ্যমে ভারতীয়, অনাবাসী ভারতীয় ও অন্যান্যদের সুইস ব্যাঙ্কগুলি রাখা অর্থ এর মধ্যে নেই। ভারতীয় গ্রাহকদের প্রতি সুইসজারল্যান্ডের এই ব্যাঙ্ক ‘সম্পূর্ণ দায়বদ্ধ’ তাই অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য ও আমানত কখনই প্রকাশ্যে আনা হয় না। সুইস ব্যাঙ্কগুলিতে বিদেশি গ্রাহকদের অর্থের দিক থেকে প্রথম স্থানে রয়েছে ইংল্যান্ড, দ্বিতীয় স্থানে আমেরিকা। ভারত রয়েছে ৫১ তম স্থানে।

spot_img

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...