বুধবার রাতে দিল্লি পৌঁছে বৃহস্পতিবার সকাল থেকেই দলের রণকৌশল ঠিক করতে বৈঠক শুরু করে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। সকাল সাড়ে দশটা নাগাদ সংসদ ভবনে তৃণমূলের সাংসদদের নিয়ে বৈঠক করেন অভিষেক। লোকসভা এবং রাজ্যসভায় বিজেপির তীব্র বিরোধিতার বার্তা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অধিবেশনে অ-বিজেপি দলগুলির সঙ্গে সমন্বয় বাড়ানোর পাশাপাশি সমভাবাপন্ন দলের সঙ্গে ঐক্য সংঘটিত করার বিষয় জোর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

একুশে জুলাই উদযাপনের পর রাতেই দিল্লি পৌঁছেছেন অভিষেক। সূত্রের খবর, এদিন দুপুরে দলের রণনীতি নির্ধারণ করতে ৭নম্বর মহাদেব রোডে তৃণমূলের রাজ্যসভার মুখ্য সচেতক সুখেন্দু শেখর রায়ের (Sukhendu Sekhar Roy) বাড়িতে সাংসদদের নিয়ে বৈঠকে বসবেন তিনি। সংসদের বাদল অধিবেশনে দলের রণনীতি নিয়ে মূলত এই বৈঠকে আলোচনা হবে বলে জানা গিয়েছে।
