Tuesday, November 4, 2025

অর্থই অনর্থম! মালদহ হত্যাকাণ্ডে সম্পত্তিই কারণ, সন্দেহ পুলিশের

Date:

Share post:

বাবার অনেক সম্পত্তি। তা একা হাতাতেই বাবা-মা-বোন-দিদাকে খুন করে পুঁতে রেখেছিল ছোটছেলে। প্রাথমিক তদন্তে সন্দেহ পুলিশ। নিহতদের আত্মীয়, পড়শিদের সঙ্গে কথা বলার পরে ওই সন্দেহ অনেকটাই জোরদার হয়েছে।

শনিবার সকালে ওই হাড় হিম করা ঘটনার খবর সামনে এসেছে। কালিয়াচক থানা এলাকায় একই পরিবারে চার জনকে খুন করে মহম্মদ আসিফ (Md Asif)। আসিফের বাবা জাওয়াদ আলি (Jaoyad Ali), ইরা বিবি (Era Bibi), রিমা খাতুন (Rima Khatun) ও আলেক নূর বেওয়া (Aleknoor Bewa)। দেহগুলি উদ্ধার করছে পুলিশ। খাবারে বিষ মিশিয়ে নাকি অন্য কোনভাবে খুন করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়।

ঘটনার খবর পেয়ে এলাকায় যান রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন (Sabina Yasmin)। সেখানেই বাড়ির মধ্যে থাকা একটি সুড়ঙ্গের খোঁজ মেলে। সেখান থেকে অনুসন্ধান করে চারজনের দেহ উদ্ধার হয়।

প্রতিবেশীরা জানান, মহম্মদ আসিফ ওরফে হান্নান স্থানীয় স্কুলের দশম শ্রেণি পর্যন্ত পড়েছে। এরপর থেকে সে বাড়িতেই থাকত। এমনকী, তার বাড়িতে কাউকেই ঢুকতে দিত না। তার এক দাদা রয়েছেন। নাম আরিফ। তাঁকেও আসিফ প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ। ফলে সে চার মাস আগে পালিয়ে যায়। প্রতিবেশীদের সঙ্গে বড় দাদার যোগাযোগ থাকলেও ছোট ভাইয়ের কোনও যোগাযোগ ছিল না। প্রতিবেশীদের ওই বাড়িতে আসিফ ঢুকতে দিত না। তাতেই তাদের সন্দেহ দানা বাঁধে। এর পরই শুক্রবার আসিফের দাদা বাড়িতে ফিরে আসে। প্রতিবেশীরা জানতে পারে, আসিফ চারজনকে খুন করে বাড়ির ঘরের মধ্যে পুঁতে রেখেছে।

সূত্রে খবর, আসিফের বাবার প্রচুর সম্পত্তি রয়েছে। মাঝে মাঝে তার বাবার কাছ থেকে প্রচুর টাকা নিয়ে সে খরচ করত। তবে কী উদ্দেশ্যে খরচ করা হচ্ছে সেটা কখনই তাদের বলত না। ধৃতের কাকা নৌসাদ মহম্মদ জানান, ল্যাপটপ সহ বিভিন্ন কমপিউটার কিনেছিল আসিফ। সে জানিয়েছিল সে একটি অ্যাপ তৈরি করছে। সেই কারণেই টাকার দরকার। এরপর থেকে বাড়ির বাইর বের হত না। খুনের ঘটনায় আরিফের ভূমিকাও খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন:নেত্রীর প্রতি শ্রদ্ধা জানিয়ে আসানসোলে নবজাতকের নাম অগ্নিমিত্রা!

spot_img

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...