করোনা কমলেও রাশ আলগা নয়, ৫ পরামর্শ দিয়ে মুখ্য সচিবদের চিঠি কেন্দ্রের

দেশজুড়ে করোনার(Covid) দ্বিতীয় ঢেউয়ের প্রভাব ক্রমাগত কমতে শুরু করেছে। এই পরিস্থিতিতে লকডাউন তোলার পাশাপাশি রাশ ক্রমশ আলগা করছে বেশিরভাগ রাজ্য(state)। শহরগুলিতে বাজার হাট শপিংমলে বাড়তে শুরু করেছে ভিড়। এই ঘটনা বিপদজনক হয়ে উঠতে পারে আশঙ্কা করে ইতিমধ্যেই সতর্ক বার্তা দিয়েছে বিশেষজ্ঞ মহল। এবার কেন্দ্রের তরফে দেশের সমস্ত রাজ্যগুলিকে পাঠানো হল করোনা পরিস্থিতি মোকাবিলার সতর্কবার্তা। শনিবার কেন্দ্রের(Central) তরফে করোনার তিন দাওয়াই- টেস্ট, ট্রাক ও ট্রিটমেন্টের পথ অনুসরণ করেই আনলক শুরু করার অনুরোধ করা হল সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলিকে।

কেন্দ্রের তরফে স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা(Ajay Valla) সমস্ত রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলিকে চিঠি দিয়ে করোনা সংক্রমণ রুখতে আনলকের ক্ষেত্রে কোভিডবিধি অনুসরণ, টিকাকরণে গতি আনার পাশাপাশি প্রথম থেকে যে তিনটি পন্থা- করোনা পরীক্ষা, রোগীর চিহ্নিতকরণ ও তাঁর চিকিৎসা পদ্ধতি অনুসরণ করে সংক্রমণ নিয়ন্ত্রণের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি করোনা মোকাবিলায় টিকাকরণ যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সে কথা উল্লেখ করে টিকাকরণের গতি বাড়ানোর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। আনলকের বিষয়েও তিনি বলেন, “আক্রান্তের সংখ্যা কমতেই বহু রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে নিয়মবিধি আলগা করা হচ্ছে। তবে লকডাউন বা নিয়ম শিথিল করার সিদ্ধান্ত বর্তমান পরিস্থিতি যাচাই করেই নেওয়া উচিত বলে মনে করি। আনলক প্রক্রিয়ায় দোকানপাট খোলা, স্বাভাবিক জীবনযাত্রায় ফেরাটা জরুরি, কিন্তু তা বিভিন্ন বিষয়ে চিন্তাভাবনা করে শুরু করা উচিত।” এছাড়াও মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহার, শারীরিক দূরত্ব মানা সহ যাবতীয় কোভিড বিধিতে জোর দেওয়ার কথা বলা হয়েছে ওই চিঠিতে।

Previous articleবাম-কংগ্রেস জোটের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলে দিলেন অধীর চৌধুরী
Next articleঅর্থই অনর্থম! মালদহ হত্যাকাণ্ডে সম্পত্তিই কারণ, সন্দেহ পুলিশের