বাম-কংগ্রেস জোটের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলে দিলেন অধীর চৌধুরী

অধীর চৌধুরী। (ফাইল ছবি)

বাম-কংগ্রেস জোটের অস্তিত্ব নিয়েই প্রশ্ন তুলে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তাঁর আপত্তি আব্বাস সিদ্দিকির আইএসএফকে নিয়ে। বললেন, ওদের সঙ্গে আমাদের কোনও কিছুতেই মেলে না। ফলে কোন কারণে এই জোট থাকতে পারে?

আরও পড়ুন : করোনা আবহে রাহুলের জন্মদিনে “সেবা দিবস” পালন কংগ্রেসের

শনিবার প্রদেশ অফিসে সাংবাদিক সম্মেলন করে অধীর বলেন, বাম-কংগ্রেসের জোট হয়েছিল। মাঝখান থেকে আইএসএফ ঢুকে গেল। ওদের সঙ্গে আমাদের কোনও রাজনৈতিক মিল নেই। শুধু তাই নয়, ভোটের সময় ওরা মুর্শিদাবাদে কংগ্রেসের বিরুদ্ধে প্রার্থীও দিয়েছে। তাহলে জোট হলো কী করে? বামেদের সঙ্গে কংগ্রেসের জোট হয়েছে, আইএসএফের সঙ্গে নয়। অধীরের কথায়, জোট আছে বা জোট নেই, এমন কথা বলছি না। আগামী দিনে কংগ্রেস কী পদক্ষেপ করবে তা ভেবে দেখব।

Previous articleনেত্রীর প্রতি শ্রদ্ধা জানিয়ে আসানসোলে নবজাতকের নাম অগ্নিমিত্রা!
Next articleকরোনা কমলেও রাশ আলগা নয়, ৫ পরামর্শ দিয়ে মুখ্য সচিবদের চিঠি কেন্দ্রের