Tuesday, December 23, 2025

স্কুলের বেতন দিতে না পারলেও কাটা যাবে না পড়ুয়ার নাম, নির্দেশ হাইকোর্টের

Date:

Share post:

স্কুল- ফি বকেয়া থাকলেও কোনও পড়ুয়ার নাম কাটা যাবে না।

এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আগামী ৩১ জুলাই পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে। এর অর্থ, বকেয়া ফি মেটানোর জন্য পড়ুয়াদের সময় দেওয়া হয়েছে ৩১ জুলাই পর্যন্ত৷ ততদিন কোনও স্কুল ফি না দেওয়ায় কোনও পড়ুয়াকে স্কুল থেকে বের করতে পারবে না। কলকাতা হাইকোর্ট জানিয়েছে, এই নির্দেশ বেসরকারি স্কুল ছাড়াও রাজ্যের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে৷

অতিমারি পরিস্থিতিতে স্কুলগুলিতে স্বাভাবিক রীতিতে পঠনপাঠন চলছে না৷ তবুও অনেক স্কুল বর্ধিত ফি নিচ্ছে। বর্ধিত ফি নেওয়ার বিরোধিতা করে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন আইনজীবী ধীলন সেনগুপ্ত। গত ৪ জুন মামলাটি বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি মৌসুমি ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চে উঠলে ডিভিশন বেঞ্চ জানায়, এই সংক্রান্ত এক মামলা ২০২০ সালে দীর্ঘ শুনানি হয় হাইকোর্টে। করোনা- পরিস্থিতিতে ফি সংক্রান্ত ব্যাপারে একাধিক নির্দেশও দিয়েছিল কলকাতা হাইকোর্ট। গতবছরের মামলায় যে ১৪৫টি স্কুল যুক্ত ছিল, তাদের সবাইকে নতুন মামলার ব্যাপারে যাতে ওয়াকিবহাল করা হয় সে ব্যাপারে মামলাকারীকে নির্দেশ দেয় হাইকোর্ট।

প্রসঙ্গত, ২০২০ সালের ১৩ অক্টোবর বেসরকারি স্কুলগুলোকে ২০১৯-২০ শিক্ষাবর্ষে ফি নেওয়ার ক্ষেত্রে অন্তত ২০ শতাংশ ছাড় দেওয়ার নির্দেশ দেন বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও মৌসুমি ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। আদালতের নির্দেশে বলা হয়, করোনা- পরিস্থিতিতে কোনও রকম ল্যাবরেটরি, ক্রীড়া সংক্রান্ত, পিকনিক সংক্রান্ত ফি নেওয়া যাবে না। স্কুলগুলো মোট ৫ শতাংশের বেশি লাভ রাখতে পারবে না এই পরিস্থিতিতে।

মামলাকারীদের অভিযোগ, হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও চলতি বছরেও পরিস্থিতির বদল হয়নি। ছাত্র-ছাত্রীদের পড়াশোনা পুরোপুরি অনলাইনে চলছে। কিন্তু বেশিরভাগ স্কুল বর্ধিত হারে ফি চাইছে পড়ুয়াদের থেকে। বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি মৌসুমি ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে আগামী ২ জুলাই ফের শুনানি রয়েছে মামলাটির।

spot_img

Related articles

পর্যটন প্রচারে নয়া উদ্যোগ! শীতের আমেজে শুরু ঝাড়গ্রাম উৎসব 

শীতের আমেজে উৎসবমুখর ঝাড়গ্রাম। পর্যটকদের আকর্ষণ বাড়াতে স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে সামনে রেখে শুরু হল ঝাড়গ্রাম উৎসব। কুমুদ...

চার্চে ফাদারের ঘাড় ধরে হুমকি! যোগীরাজ্যে ‘ধর্মান্তরিত বাংলাদেশি’র হিন্দুত্বের হুংকার

অন্য ধর্মের উপর আঘাত বিজেপি শাসিত রাজ্যে নতুন নয়। তবে এবার খ্রীষ্টান ধর্মের এক ফাদারের ঘাড় ধরে হুমকি...

অবসরের পর বলিউডের হিরো! নেটফ্লিক্সের ভিডিও-তে রোহিতের ছক্কা

টেস্ট-আন্তর্জাতিক টি২০ থেকে অবসর নিয়েছেন। তবে একদিনের ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন রোহিত শর্মা( Rohit Sharma)। বিজয় হাজারেতে খেলার...

মানুষের জীবনের মূল্য দিতে হবে, দূষণ নিয়ে কড়া নির্দেশ হাইকোর্টের

শীতকালে দূষণ দেশের বিভিন্ন রাজ্যেই একটা বড় সমস্যা।  মুম্বইয়ের দূষণ(Maharashtra Pollution) পরিস্থিতি নিয়ে কড়া নির্দেশ বম্বে হাইকোর্টের। দিল্লির...