জানেন কী আজ পশ্চিমবঙ্গ দিবস ?

আজ ২০ জুন। জানেন কী আজ পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day 2021)। সম্প্রতি সোশাল মিডিয়ায় ট্রেন্ডিংও হয়েছে পশ্চিমবঙ্গ দিবস। এই দিনটির তাৎপর্য হল, স্বাধীনতার আগে বিভাজনের প্রস্তাব দেওয়া হলে, ১৯৪৭ সালের ২০ জুন বঙ্গীয় আইন পরিষদ একটি বৈঠকের আয়োজন করে। যেখানে বাংলা পাকিস্তানের সঙ্গে এক হয়ে যাবে, নাকি ভারতের সঙ্গে একত্রীভূত থাকবে, না বিভক্ত হবে, হিন্দু সংখ্যাগরিষ্ঠ জেলা হবে তা সিদ্ধান্ত নেওয়ার জন্য এই সভা অনুষ্ঠিত হয়। দীর্ঘ তর্ক-বিতর্ক এবং আলোচনার পর বাংলাকে দ্বিখণ্ডিত করার এবং পশ্চিমবঙ্গের ভিত্তি স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই থেকেই এই দিনটিকে “পশ্চিমবঙ্গ দিবস” হিসেবে মান্যতা দেওয়া হয়।

এর অগ্রভাগে ছিলেন ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তাঁর নেতৃত্বে কয়েক মাসের নিরলস প্রচেষ্টা এবং উদ্যোগের পর পশ্চিমবঙ্গ ভারতের অংশ হিসেবে থাকবে বলে এই সিদ্ধান্ত হয়। তাঁর সঙ্গে ছিলেন ডঃ মেঘনাদ সাহা, ডঃ রমেশ চন্দ্র মজুমদার, ডঃ সুনীতি কুমার চ্যাটার্জি এবং ডঃ যদুনাথ সরকারের মতো বিশিষ্টরা।

Previous articleপদ্মা নয়, পুষ্টিতে সেরা মেঘনার ইলিশ
Next articleউচ্চ প্রাথমিকে থমকে থাকা নিয়োগ প্রক্রিয়া ফের শুরু, বিজ্ঞপ্তি সোমবার