Friday, November 28, 2025

বাবা-সন্তানের ভালোবাসার সম্পর্ক ফুটে উঠল গুগল ডুডলে

Date:

Share post:

প্রতিবারের মতো এবারও ‘ফাদার্স ডে’-তে বিশ্বের সকল পিতাদের শুভেচ্ছা জানিয়ে চমৎকার ডুডলের পরিবেশন করল গুগল । সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় পিতৃদিবসের দিনটিকে স্মরণ করে বাবাদের উদ্দেশে নানান কৃতজ্ঞতা ও শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন সকলে।সেই দৌড়ে পিছিয়ে নেই গুগলও। নিজেদের তৈরি অসাধারণ ডুডলের মাধ্যমে ফাদার্স ডে-এর শুভেচ্ছাবার্তা জানাচ্ছেন তারাও।যা ডিজিটাল মেসেজের মাধ্যমে শেয়ারও করা যায়। যে কোনও ব্যক্তি এই ডুডলটি বাবাদের জন্য ভার্চুয়াল গ্রিটিংস কার্ড হিসেবে ব্যবহার করতে পারেন।

বিশ্বজুড়ে জুনের তৃতীয় রবিবার ফাদার্স ডে পালিত হলেও ইউরোপে ফাদার্স ডে পালিত হয় ১৯ জুন। ‘বাবা’, যে শব্দটা উচ্চারণের সঙ্গে সঙ্গে – ত্যাগ, মূল্যবোধ, অক্লান্ত পরিশ্রম, নিজের কষ্ট চেপে রেখে সন্তানদের আগলে রাখা-একাধিক মহত্ত্বর বিষয় চোখের সামনে ভেসে ওঠে। একজন সন্তানের জন্ম থেকে তাঁর বেড়ে ওঠার- প্রতি পদে বটবৃক্ষের মতো ছায়া দেন যে মানুষটি, আগলে রাখেন যিনি… তিনিই বাবা।সন্তানের যাবতীয় প্রয়োজন মেটানোই নয়, তাঁকে সমাজ-সংসারের উপযুক্ত করে গড়ে তোলার দায়িত্বও ঘাড়ে তুলে নেন বাবা। সন্তানের জীবনে বাবাদের এই অবদানকে সম্মান জানাতেই প্রতি বছর উদযাপিত হয়… Father’s Day।

‘ফাদার্স ডে’ উপলক্ষে গুগল ডুডলটি বেশ চমৎকার। ডুডলটিতে দেখা যাচ্ছে, দুটি কার্ড পপ আপ করছে। একটিতে ইংরাজি লেটার ‘G’এবং অপরটিতে ইংরাজিতেই ‘g’। এর মাধ্যমে একটি সন্তান ও বাবা দু’জন দু’জনকে ভালোবাসা নিবেদন করছে। প্রতিবছরই গুগল এই বিশেষ দিনটিকে পালন করতে তাদের হোমপেজে ডুডল লাগায়। এই ডুডলটি ডিজিটাল মাধ্যমে শেয়ারও করা যায়।

spot_img

Related articles

দায়ী ত্রুটিপূর্ণ App: এবার মোদির রাজ্যে BLO মৃত্যুতে কাঠগড়ায় কমিশন

খোদ নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়ার চাপে জারি মৃত্যু মিছিল। কখনও সেখানে কাজের চাপ সহ্য...

বছর শেষে মার্কিন বাণিজ্য চুক্তিতে ফয়সালা: তার আগেই ভারত সফরে পুতিন!

ভারতের উপর মার্কিন শুল্ক চাপানোর জন্য দায়ী ভারত-রাশিয়া সম্পর্ক, স্পষ্ট বিশ্বের সামনে রেখেছিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald...

টানা তিন দিন ধরে রাজ্য পুলিশের বড়সড় রদবদল

বুধবার ও বৃহস্পতিবারের পর শুক্রবারও রাজ্য সরকার পুলিশ আধিকারিকদের বদলি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত তিনদিন ধরে রাজ্য...

গম্ভীরের মন্তব্যে চটেছে বিসিসিআই! টি২০ বিশ্বকাপ পর্যন্ত সময়সীমা হেড কোচের?

টেস্টে খারাপ পারফরম্যান্স করার পরও গৌতম গম্ভীরের (Gautam Gambhir)আস্থা হারাচ্ছে না বিসিসিআই। তবে গম্ভীরের উপর বিসিসিআই পুরোপুরি খুশি...