চোখ রাঙাচ্ছে করোনার ডেল্টা প্লাসের নয়া প্রজাতি, আশঙ্কার বার্তা শোনালেন এইমস প্রধান

কোনওভাবেই কাবু করা যাচ্ছে না মারণভাইরাসকে। দেশের করোনার দ্বিতীয় ঢেউয়ের নেপথ্যে রয়েছে ‘ডেল্টা’ প্রজাতি বা বি.১.৬১৭.2। যার ফলে দেশজুড়ে শুরু হয়েছিল করোনার অনিয়ন্ত্রিত সংক্রমণ। এবার সেই ডেল্টা প্রজাতি তার রূপ পরিবর্তন করে ডেল্টা প্লাস হয়েছে। যা কে৪১৭এন নামে পরিচিত। যা ‘উদ্বেগজনক’ হতে পারে বলছেন এইমস প্রধান রণদীপ গুলেরিয়া।

নতুন এই প্রজাতি আরও মারাত্মক আকার ধারণ করতে পারে বলেও আশঙ্কা করেছেন এইমসের প্রধান। সেইসঙ্গে তিনি জানিয়েছেন, ব্রিটেনে ইতিমধ্যেই ডেল্টা প্লাস প্রজাতির কারণে সংক্রমণ বাড়তে শুরু করেছে। তাই সেদিকে সরকার ও সাধারণ মানুষের সতর্ক হওয়া প্রয়োজন বলেও পরামর্শ দিয়েছেন তিনি। এমনকি বিশ্ব স্বাস্থ্য সংস্থা(WHO) নতুন এই প্রজাতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ইতিমধ্যেই গোটা বিশ্বে সংক্রমণের গ্রাফ নিম্নমুখী। এমতাবস্থায় করোনার নতুন এই প্রজাতি কতটা মারাত্মক হবে বা আদৌ হবে কি না তা নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু হয়ে গিয়েছে। তবে গুলেরিয়া জানিয়েছেন, কয়েক সপ্তাহ নতুন এই প্রজাতির দিকে নজর রাখা প্রয়োজন। তা হলেই এর গতিবিধি সম্পর্কে সিদ্ধান্তে পৌঁছনো সম্ভব হবে।

Previous article‘বাংলা ভাগে’ সমর্থন নেই দিলীপের, তবে কার্যত বার্লারের পাশেই শুভেন্দু
Next articleবাবা-সন্তানের ভালোবাসার সম্পর্ক ফুটে উঠল গুগল ডুডলে