আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে সোমবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন মোদি

২১ জুন ২০২১, সোমবার, সপ্তম আন্তর্জাতিক যোগ দিবস (7th International Yoga Day)। সেই উপলক্ষ্যে আগামিকাল অর্থাৎ সোমবার সকাল সাড়ে ৬ টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।

রবিবার, প্রধানমন্ত্রী নিজেই ট্যুইটের মাধ্যমে যোগ দিবসের অনুষ্ঠানের কথা জানিয়েছেন। তিনি ট্যুইটে লিখেছেন, ‘আগামিকাল ২১ জুন, আমাদের সপ্তম যোগ দিবস। এবারের যোগ দিবসের থিম ‘সু-স্বাস্থ্যের জন্য যোগা’। আগামিকাল ভোর ৬.৩০ মিনিটে যোগ দিবসের অনুষ্ঠান শুরু হবে।’

প্রসঙ্গত ২০১৪ সাল থেকে প্রতি বছর ২১ জুন দিনটি ‘বিশ্ব যোগ দিবস’ হিসাবে পালন করে রাষ্ট্রপুঞ্জ। ভারত ছাড়াও চিন, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, লেবানন, মালয়েশিয়া, আমেরিকা, কানাডা-সহ মোট ১৮০টি দেশে পালন হয় ‘বিশ্ব যোগ দিবস’। তবে বর্তমান অতিমারি পরিস্থিতিতে এই বছর বাড়ি থেকেই ভার্চুয়ালি বেশিরভাগ মানুষ যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন বলে মনে করা হচ্ছে। জাতীয় সংবাদসংস্থা সূত্রে খবর, টেলিভিশনে রেকর্ড করা যোগ দিবসের অনুষ্ঠানে দেখা যাবে ১৫ জন আধ্যাত্মিক গুরু ও যোগ গুরুদের।

আরও পড়ুন- জল্পনা বাড়িয়ে রবিসন্ধ্যায় ধনকড় সাক্ষাতে শুভেন্দু, হিংসা ইস্যুতে ফের টুইটবাণ রাজ্যপালের