Friday, November 14, 2025

করোনা সংক্রমণ রুখতে ফের ‘কনটেনমেন্ট জোন’ (Containment zone) চিহ্নিত করার কাজ শুরু করেছে রাজ্য প্রশাসন৷ সূত্রে খবর, ইতিমধ্যেই রাজ্যে মোট ৬টি জেলায় কনটেনমেন্ট জোন করা হয়েছে। প্রতিটি জেলাতেই একাধিক কনটেনমেন্ট জোন রয়েছে। কিছুদিন আগে মুখ্যসচিব সব জেলাশাসককে কনটেনমেন্ট জোন চিহ্নিত করার নির্দেশ দেন৷ সেই মতোই রাজ্যে চলছে কনটেনমেন্ট জোন চিহ্নিত করা ও করোনা মোকাবিলার কাজ।

জানা গিয়েছে, যে ৬ জেলায় একাধিক কনটেনমেন্ট জোন করা হয়েছে, সেগুলি হল

• হাওড়া,
• উত্তর ২৪ পরগনা,
• পূর্ব বর্ধমান,
• জলপাইগুড়ি,
• বাঁকুড়া
• ঝাড়গ্রাম

◾উত্তর ২৪ পরগনায় ১৭ জায়গায় কনটেনমেন্ট জোন করা হয়েছে। এগুলি হল উত্তর দমদম পুরসভা, পানিহাটি পুরসভা, কামারহাটি পুরসভা, দক্ষিণ দমদম পুরসভা, মধ্যমগ্রাম পুরসভা, বিধাননগর পুরনিগম, অশোকনগর– কল্যাণগড় পুরসভা, বারাসত পুরসভা।এছাড়াও রয়েছে রাজারহাট, হাবড়া ১, হাবড়া ২ ও বারাসত ১ নম্বর ব্লক রয়েছে।

আরও পড়ুন-‘পুর-ভোটে কং-বাম জোট নিয়ে কিছু বলার ক্ষমতা আমার নেই’, জানালেন অধীর

◾হাওড়ায় ১৮টি এলাকা কনটেনমেন্ট জোন হিসাবে চিহ্নিত করা হয়েছে। হাওড়ার ১৭ নম্বর ওয়ার্ডের এম সি ঘোষ লেন, ১৯ নম্বর ওয়ার্ডের নীলমনি মল্লিক লেন, ৩৩ নম্বর ওয়ার্ডের শিবপুর রোড, ৩৬ নম্বর ওয়ার্ডের জিটি রোড দক্ষিণ, ৩৮ নম্বর ওয়ার্ডের শরৎ চ্যাটার্জী রোড, ৩৯ নম্বর ওয়ার্ডের আন্দুল রোড সংলগ্ন বেশ কিছুটা জায়গাকে কনটেনমেন্ট জোন হিসাবে চিহ্নিত করা হয়েছে। হাওড়া সদর এলাকা ছাড়াও উলুবেড়িয়ার বেশ কিছু এলাকা কনটেনমেন্ট জোন হিসাবে ঘোষণা করা হয়।

◾জলপাইগুড়ি জেলায় কনটেনমেন্ট জোনের পাশাপাশি মাইক্রো কনটেনমেন্ট জোনও করা হয়েছে। জলপাইগুড়ির বানারহাটে কয়েকটি জায়গায় কনটেনমেন্ট ও মাইক্রো কনটেনমেন্ট জোন করা হয়েছে।

◾বাঁকুড়ায় ১১ এলাকা কনটেনমেন্ট জোন৷ বাঁকুড়া সদর, বিষ্ণুপুর ও সোনামুখী পুর এলাকা রয়েছে।

◾পূর্ব বধমানের কালনা পুরসভায় বেশ কয়েকটি জায়গায় মাইক্রো কনটেনমন্ট জোন করা হয়েছে।বর্ধমান ১, বর্ধমান ২, গলসি ১ ও পূর্বস্থলী ১ নম্বর ব্লকের বিভিন্ন এলাকাও রয়েছে।

 

Related articles

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...

রায় দেখে পদক্ষেপ: মুকুল-প্রসঙ্গে মন্তব্য স্পিকারের, কাগজে-কলমে বিজেপির বিধায়ক কমেছে- বললেন কুণাল

মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের রায়কে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চর্চা। বুধবার কলকাতা হাইকোর্টের রায়ের পর রাজ্য বিধানসভার...

পার্থর গোপন ভয়েস ক্লিপ আছে! কার সঙ্গে? বিস্ফোরক তথ্য দিলেন বৈশাখী

জয়িতা মৌলিক "শোভন-বৈশাখী হতে গেলে অনেক আগুনের মধ্যে দিয়ে যেতে হবে। ওটা ওতো সহজ নয়। শোভন নিজের বান্ধবীর দিকে...
Exit mobile version