Monday, May 5, 2025

ইস্যু ভোট পরবর্তী হিংসা: উত্তরবঙ্গে পা দিয়েই রাজ্যের সমালোচনায় সরব রাজ্যপাল

Date:

উত্তরবঙ্গে পা দিয়েই ভোট পরবর্তী হিংসার প্রসঙ্গ টেনে ফের রাজ্যের কড়া সমালোচনা করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। সোমবার বেলা পৌনে ২টে নাগাদ বাগডোগরা বিমানবন্দরে নেমে সাংবাদিক বৈঠক করেন তিনি। সেখানে তিনি প্রায় ১০ মিনিট ধরে রাজ্যে ভোটের পরে সাত সপ্তাহ ধরে যা পরিস্থিতি চলছে তা ভয়াবহ বলে দাবি করেন রাজ্যপাল। তাঁর অভিযোগ, স্বাধীনতার পর এমন অশান্তি দেখা যায়নি। প্রশাসন কোনও ব্যবস্থা নিচ্ছে না। এটা মৌলিক অধিকার খণ্ডন, গণতন্ত্রে কুঠারাঘাত বলে মন্তব্য করেন রাজ্যপাল। সংবাদমাধ্যমের কাছে বিষয়টি নিয়ে সরব হওয়ার আবেদন রাজ্যপালের। তবে, সুর্নিদিষ্টভাবে কোনও তথ্য বা অভিযোগ রাজ্যপাল অবশ্য দিতে পারেননি।

সাংবাদিক বৈঠকের পরে রাজ্যপাল কার্শিয়ঙের (Kurseong) উদ্দেশে রওনা হন। সেখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সন্ধেয় রাজ্যপাল দার্জিলিঙের (Darjee7ling) রাজভবনে পৌঁছবেন। আগামী সাত দিন তিনি রাজভবনকে কেন্দ্র করেই উত্তরবঙ্গের নানা এলাকায় যেতে পারেন বলে সূত্রের খবর।

বিজেপি সূত্রের খবর, আলাদা উত্তরবঙ্গের দাবিতে রাজ্যপালের সঙ্গে দেখা করতে পারেন আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লা (John Barla)। সেই মতো প্রস্তুতি চলছে বলে দাবি করেছে জন বার্লারর ঘনিষ্ঠমহল। তবে জন বার্লা বিষয়টি নিয়ে এখনও প্রকাশ্যে কিছু বলেননি।

মাসখানেক আগেও রাজ্যপাল উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন। সেই সময়ে জন বার্লা-সহ অনেক বিজেপি নেতার সঙ্গে রাজ্যপালের সাক্ষাৎ হয়েছিল। সেই সফরে রাজ্যপাল ভোটের পরে হিংসার অভিযোগ তুলে বিজেপির যে কর্মীরা অসমে আশ্রয় নিয়েছিলেন, তাঁদের শিবিরে গিয়েছিলেন। অসমে দাঁড়িয়ে রাজ্যের কড়া সমালোচনা করেছিলেন তিনি।

এবার রাজ্যপাল সাতদিন ধরে কোথায় যাবেন ও তাঁর সঙ্গে কতজন সাক্ষাৎ করেন সেটা অবশ্য এখনও স্পষ্ট নয়। তবে আলাদা উত্তরবঙ্গ রাজ্যের দাবিদাররা যে রাজ্যপালের কাছে যাওয়ার জন্য মরিয়া হবেন তা নিয়ে সংশয় নেই অনেকেরই। রাজ্যপাল পৃথক উত্তরবঙ্গের দাবি নিয়ে কী বলেন সেটাই এখন দেখার বিষয়।

 

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...
Exit mobile version