Friday, December 19, 2025

শীর্ষ নেতৃত্বের জরুরি তলব, আজ ফের দিল্লি যাচ্ছেন শুভেন্দু অধিকারী

Date:

Share post:

ভোট-পরবর্তী হিংসা পরিস্থিতি নিয়ে শাসকদলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলে ইতিমধ্যেই সরব হয়ে উঠেছে বিজেপি(BJP)। আর বিজেপির সুরে সুর মিলিয়ে আরও বেশি সক্রিয় রাজ্যপাল(governor) জগদীপ ধনকড়(Jagdeep Dhankar)। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই দিল্লি সফর করে এসেছেন তিনি। রাজ্যপালের সেই সফরের পর সোমবার দিল্লি যাওয়ার ডাক এলো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikari)। জানা গেছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের ডাকে আজ দিল্লি সফরে যাচ্ছেন শুভেন্দু। বিজেপি সূত্রে খবর, রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও দলের ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্বের সঙ্গে এদিন বিশদে আলোচনা হতে পারে তাঁর।

আরও পড়ুন:দিল্লি থেকে ফিরেই ফের উত্তরবঙ্গ সফরে রাজ্যপাল! জল্পনা রাজনৈতিক মহলে

উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগেই দিল্লিতে গিয়ে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছিলেন শুভেন্দু অধিকারী। রাজ্যের ভোট পরবর্তী হিংসা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বকে সেবার অবগত করেন বিরোধী দলনেতা। শুভেন্দুর দিল্লি সফরের পর দিল্লি উড়ে যান রাজ্যপাল জাগদীপ ধনকড়। আলাদা আলাদা ভাবে সেখানে রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী ও কয়লা মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের সঙ্গেও একপ্রস্থ বৈঠক হয় রাজ্যপালের। তিনি দিল্লি ফেরার পর রবিবার সন্ধ্যায় ফের একবার রাজ্যপালের সঙ্গে বৈঠক করেন শুভেন্দু অধিকারী। এই পরিস্থিতিতে আজ শুভেন্দুর দিল্লি যাত্রা নিয়ে রাজনৈতিক মহলের স্বাভাবিকভাবেই নানা প্রশ্ন উঠছে। যদিও রাজ্যের বিরোধী দলনেতার এই দিল্লি সফর ইস্যুতে স্পষ্ট করে কিছুই প্রকাশ্যে আনেনি বঙ্গ বিজেপি। তবে অনুমান করা হচ্ছে, ভোট-পরবর্তী হিংসা সহ বঙ্গে বিজেপির রাজনৈতিক পথ কোন পথে প্রশস্ত হবে তা নিয়ে বিশদ আলোচনা হওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের সঙ্গে।

 

spot_img

Related articles

বহরমপুরে টানা তিনদিন আটকে রেখে গণধর্ষণ, পুলিশের তৎপরতায় দ্রুত গ্রেফতার ২

বহরমপুরে এক আদিবাসী মহিলার উপর ভয়াবহ নির্যাতনের (Sextual harassments) অভিযোগ। তাঁকে জোর করে তুলে নিয়ে গিয়ে একটি ফাঁকা...

মার্লিন গ্রুপের উদ্যোগে কলকাতায় জাতীয় বধির ক্রিকেট চ্যাম্পিয়নশিপের জমকালো উদ্বোধন

শীতের কলকাতায় জমজমাট ক্রিকেট, তবে এই  ক্রিকেট ম্যাচ একটু আলাদা, ২২ গজের নিয়ম এক, কিন্তু যারা খেলতে নেমেছেন...

বাংলায় আবার নিশ্চয়ই মমতার সরকার হবে, বাঙালিরাই দেশের ভবিষ্যৎ বলে দেয়: সংসদ চত্বরে সরব জয়া

তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দীর্ঘদিন সুসম্পর্ক সমাজবাদী পার্টির (SP) রাজ্যসভার (RajyaSabha) সাংসদ...

মেসি ইভেন্টের আর্থিক তদন্তে ইডি, শতদ্রুর বাড়িতে পুলিশের হানা

মেসি ইভেন্টে বিশৃঙ্খলা কাণ্ডে তদন্তে ইডি(ED )। শতদ্রু দত্তের অ্যাকাউন্টে কোটি কোটি টাকার লেনদনের তদন্ত করবে কেন্দ্রীয় সংস্থা।...