Sunday, August 24, 2025

এবার আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লার বিরুদ্ধে FIR দায়ের করল তৃণমূল কংগ্রেস। দিনহাটা থানায় রাতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। উত্তরবঙ্গকে কেন্দ্র শাসিত অঞ্চল গঠন ঘিরে যে সওয়াল করেছেন বিজেপি সাংসদ তার বিরুদ্ধে তাই এই লিখিত অভিযোগ দায়ের করেন দিনহাটার তৃণমূল কংগ্রেস নেতা ও আইনজীবী জাকারিয়া হোসেন।

তৃণমূল নেতা জাকারিয়া হোসেন বলেন, “উত্তরবঙ্গের শান্তিকে নষ্ট করতে চাইছে বিজেপি সাংসদ৷ তাই অশান্তিকে প্ররোচনা দিতে তিনি এ ধরনের উসকানিমূলক মন্তব্য করেছেন।” বিজেপি সাংসদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা ও আইনজীবী। তাই সাংসদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার দাবিতে দিনহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি ।

আরও পড়ুন-ছাড়বেন না বিধায়ক পদ, বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানের পদে মুকুল?

বাংলা ভাগ বা পৃথক রাজ্যের দাবিতে অনড় আলিপুরদুয়ারের সংসদ জন বারলা। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সাফ জানিয়ে দেন,” কেন উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করতে হবে, প্রয়োজনে এ বিষয়টি তিনি রাজ্য নেতৃত্বকে বোঝানোর চেষ্টা করবেন।” পৃথক রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের জন্য তিনি বিষয়টি কেন্দ্রের নেতা ও লোকসভাতেও তুলবেন বলে জানান এদিন। তিনি বলেন এটা তার শুধু দাবি নয়। যাদের ভোটে তিনি নির্বাচিত হয়েছেন এটা তাদের দাবি। সকল উত্তরবঙ্গবাসী চায় পৃথক রাজ্য হোক। কেননা শিক্ষা, স্বাস্থ্য থেকে কোনকিছুর ভালো ব্যবস্থা নেই এখানে। যে কোনো প্রয়োজনে কলকাতায় যেতে হয়।

 

Related articles

যোগীরাজ্যে দলিত ইঞ্জিনিয়ারকে জুতোপেটা বিজেপি নেতার! ভাইরাল ভিডিও

সংবিধান রক্ষার বুলি আওড়ালেও বাস্তবে দলিত–আদিবাসীদের প্রতি ঘৃণা আর বৈষম্যই প্রকাশ পাচ্ছে বিজেপির শাসনে। যোগীরাজ্যে বিদ্যুৎ দফতরের এক...

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...
Exit mobile version