কোপা আমেরিকায় ( Copa America )প্যারাগুয়েকে( Paraguay) হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করল আর্জেন্তিনা( Argentina)। ম্যাচের ফলাফল ১-০। এই ম্যাচ জিতে আর্জেন্তিনার সংগ্রহ তিন ম্যাচে ৭ পয়েন্ট। ব্রাজিল এবং চিলির পর তৃতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠল লিয়োনেল মেসির আর্জেন্তিনা। এদিনের ম্যাচেও গোল পেলেন না মেসি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণের দাপট দেখায় আর্জেন্তিনা। ম্যাচের ১০ মিনিটের মাথায় ডি মারিয়ার পাস থেকে গোল করেন আলেজান্দ্রো গোমেজ। এরপর ম্যাচের প্রথমার্ধে শেষ লঙ্গে সুযোগ চলে আসে সার্জিও অ্যাগুয়েরোর কাছে। তবে সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন তিনি।

ম্যাচের দ্বিতীয়ার্ধে বেশ ভালো খেলে প্যারাগুয়ে। তবে গোলের দরজা খুলতে ব্যর্থ হয় তারা। এই জয়ের ফলে গ্রুপ শীর্ষে মেসির দল।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

