আজ, মঙ্গলবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)-এ বিচারপতি কৌশিক চন্দ্র-র (Kaushik Chanda) এজলাসে মিঠুন চক্রবর্তীর (Mithun chakraborty) প্ররোচনামূলক সংলাপ মামলার শুনানি। সেটি আছে ৩১ নম্বরে। তারপর ৩৪ নম্বরে আছে শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)-র বিরুদ্ধে ত্রিপল চুরির অভিযোগের মামলার শুনানি। এর আগে এই বিচারপতি চন্দর সম্পর্কে বিজেপির আইনি শাখায় একদা যুক্ত থাকার বিষয়টি সামনে এনে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। এখন দেখার বিষয় হল আজ এই এজলাসে কী হয়।
