Monday, November 17, 2025

ফুটপাথের বেহালাবাদক ভগবান মালির পাশে বিধায়ক রাজ চক্রবর্তী, খুশি শিল্পীর পরিবার

Date:

ফুটপাথে বেহালা বাজিয়ে একের পর এক সুর তুলে যান ভগবান মালি। ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে সর্বপ্রথম কলকাতার এক ফুটপাথে খুঁজে তাঁকে পেয়েছিল ‘এখন বিশ্ববাংলা সংবাদ’। ইতিমধ্যেই তাঁর বেহালা বাজানোর ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এবার শিল্পীর পাশে দাঁড়ালেন পরিচালক তথা বারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী।

নাতনি হয়েছে খবর পেয়ে মালদহ থেকে কলকাতায় আসেন ভগবান মালি৷ সস্ত্রীক কলকাতায় মেয়ের কাছে এসে করোনাভাইরাস-লকডাউনের কারণে আটকে পড়েন শিল্পী। এসে দেখেন লকডাউনের কারণে কাজ হারিয়েছেন জামাই। মেয়ে-জামাইয়ের একটাই ঘর। সেখানে তাঁরা কোনওরকমে থাকে। মেয়ে-জামাইয়ের বেহাল দশা চিন্তায় ফেলে দেয় শিল্পীকে৷ তাই বেহালা নিয়ে কলকাতার রাস্তায় বেরিয়ে পড়েন তিনি। এই শিল্পীর বেহালা বাজানোর ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এটা নজরে আসতেই ভগবান বাবুর সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেন রাজ চক্রবর্তী।

আরও পড়ুন-খোলা হল হানের আইফোন, মিলল বহু চাঞ্চল্যকর তথ্য

তার পরেই গিরিশ পার্কের কাছে তিনি চলে বারাকপুরের বিধায়ক। রাজ দেখা করেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী শশী পাঁজার সঙ্গে। মন্ত্রীর সঙ্গে রাজ কথা বলেন যাতে ভগবান বাবুর পরিবারের মাথা গোঁজার ঠাঁই হয়। রাজ চক্রবর্তী জানিয়েছেন, “একটি মানুষ বিপদে পড়েছেন তাঁর পাশে এসে দাঁড়ানো আমাদের সকলের কর্তব্য। এত মিষ্টি বেহালা বাজান উনি। তেমনই ভালো মানুষ।” রাজ কথা বলার পরেই শিল্পী ভগবান মালির আশ্রয়ের ব্যবস্থা হয়েছে। ওই এলাকায় কোনও বাড়িতে থাকার ব্যবস্থা করা হচ্ছে। রাজ চক্রবর্তীর মতো মানুষ এসে দেখা করায় খুশি ভগবান মালির পরিবারের সদস্যরা। ভগবান মালি রাজকে বলেছেন, “যে সুর তুমি আমায় দাও, আমি বাজিয়ে দেব।”

 

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version