Sunday, August 24, 2025

পরকীয়ার অভিযোগে জেরবার কাঞ্চনের প্রশ্ন ,কী উত্তর দেবো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেককে?

Date:

Share post:

অভিনেত্রী শ্রীময়ী চট্টোরাজের সঙ্গে পরকীয়া করছেন বিবাহিত কাঞ্চন মল্লিক! এমন গুঞ্জন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়তেই হইচই কাণ্ড তৃণমূলের সদ্য নির্বাচিত বিধায়ককে ঘিরে। স্ত্রীকে হুমকি দেওয়া ও মানসিক নির্যাতনের অভিযোগও রয়েছে কাঞ্চনের নামে। সেই নিয়ে গত শনিবারই অভিনেতার স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায় পুলিশে এফআইআর দায়ের করেন কাঞ্চনের নামে। স্বাভাবিকভাবে এই ঘটনা কাঞ্চনের রাজনৈতিক কেরিয়ারের শুরুতেই বড় ধাক্কা। নিজের বিরুদ্ধে উঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করে স্ত্রীর বিরুদ্ধেই একাধিক অভিযোগ তুলেছেন কাঞ্চন।

পারিবারিক সূত্রে জানা গিয়েছে, স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ৯ বছরের দাম্পত্য সম্পর্ক কাঞ্চনের। তাঁদের আট বছরের পুত্র সন্তানও রয়েছে। দাম্পত্য কহল যখন বেআব্রু, তখন প্রথমবার ব্যক্তিগত জীবন নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন উত্তরপাড়ার সদ্য নির্বাচিত তৃণমূল বিধায়ক। বাবার সঙ্গে নিজের ছোটবেলার ছবি পোস্ট করেন তিনি । খুব সম্ভবত ছবিটি কাঞ্চনের অন্নপ্রাশনের। রজনীগন্ধার মালা, কপালে চন্দনের ফোঁটা, একরত্তি কাঞ্চন বাবার কোলে চড়ে হাসছেন। অভিনেতা লেখেন, ‘বাবা আজ তোমাকে খুব মিস করছি। যদি তুমি বেঁচে থাকলে আজ তোমার কোলে মাথা দিয়ে মনের কথা শেয়ার করতে পারতাম…’।

নবনির্বাচিত বিধায়ক বলেন, ‘মাথা হেঁট নিজের দলের কাছে। কী উত্তর দেব মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে? ওঁরা আমায় ভরসা করে একটি কেন্দ্রের বিধায়ক পদে প্রার্থী করেছেন। দলের কাছে, নেত্রীর কাছে এ ভাবে ছোট করার মানে কী?’

কাঞ্চনের অভিযোগ ছেলের জন্মের ২০ দিন পর শ্বশুরবাড়ি ছেড়েছিলেন পিঙ্কি, আজ পর্যন্ত ফেরেননি। কাঞ্চনের মায়ের সঙ্গে ঝামেলার জেরেই নাকি এমন সিদ্ধান্ত পিঙ্কির। শ্রীময়ীর সঙ্গে তাঁর পারিবারিক সম্পর্ক এমনটা দাবি করে, অভিনেতা স্ত্রীর দিকে আঙুল তোলেন। পালটা প্রশ্ন করেন, ‘যাঁর সঙ্গে আমার পরকীয়া দূরঅস্ত কাজের বাইরে কোনও সম্বন্ধই নেই! এই প্রশ্ন কেউ করেছেন ওঁকে? জানতে চেয়েছেন, পিঙ্কির প্রশাসনিক মহলে কত জন ‘বন্ধু’ রয়েছেন? কেউ জিজ্ঞেস করবেন না’। যদিও স্বামীর অভিযোগ হেসে উড়িয়ে দিয়েছেন পিঙ্কি।

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...