Thursday, August 28, 2025

রাজ্য বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির (PAC) চেয়ারম্যান পদের জন্য সম্ভবত আজ বুধবার মনোনয়ন পত্র জমা দিতে পারেন মুকুল রায় (Mukul Roy)৷ বিধানসভা সূত্রে এমনই জানা গিয়েছে৷ এই পদে শাসক দল যে মুকুল রায়কেই বেছে নেবে, এমন জল্পনা আগেই ছিলো৷ আজ মনোনয়ন দাখিল করলে বিষয়টি আর জল্পনার স্তরে থাকবে না৷

সব কিছু ঠিক থাকলে আজ বেলা ৩টে নাগাদ মনোনয়ন পত্র জমা দেবেন মুকুল রায়৷ মুকুল রায় তৃণমূলে যোগ দেওয়ার দিন থেকেই এই পদে শাসক দলের পছন্দের তালিকায় তাঁর নামই রয়েছে৷ PAC-র চেয়ারম্যান পদটি সাধারণত বিরোধী দলকে দেওয়াই রীতি৷ তৃণমূলে (TMC) যোগদান করলেও বিধানসভার নথিতে মুকুল রায় এখনও বিজেপি বিধায়ক। সুতরাং, এবারও রীতি ভাঙ্গছে না৷ ২০১৬-র বিধানসভায় মানস ভুঁইয়া, শঙ্কর সিং-এর ক্ষেত্রেই এমনই হয়েছিল। দু-জনই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদানের পর PAC-র চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন বিরোধী বিধায়ক হিসাবে। বিধানসভার নথিতে এই দু’জনই ছিলেন বিরোধী দল কংগ্রেসের বিধায়ক।

বিধানসভা অধিবেশন শুরু হচ্ছে ২ জুলাই। তার আগেই ২৮ জুন বিধানসভার ৪টি গুরুত্বপূর্ন কমিটি নির্বাচিত হবে। এই ৪ গুরুত্বপূর্ণ কমিটি হল পাবলিক আ্যাকাউন্টস কমিটি, কমিটি ফর পাবলিক আন্ডার টেকিং, এস্টিমেট কমিটি এবং কমিটি ফর লোকাল বডি ফান্ড। সবক’টি কমিটির জন্যই মনোনয়ন পত্র জমা পড়ার কথা আজই৷ গত শুক্রবার , বিধানসভার গুরুত্বপূর্ণ ৪ কমিটি সহ আরও ৬ কমিটির চেয়ারম্যানের নাম প্রস্তাব করেছে বিজেপি পরিষদীয় দল। ওইদিনই পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথাও বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। PAC-র চেয়ারম্যান পদে বিজেপির তরফে এই পদে অশোক লাহিড়ীর নাম প্রস্তাব করা হয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version