বেঞ্চ-বদল হয়নি, বিচারপতি কৌশিক চন্দ’র এজলাসেই মুখ্যমন্ত্রীর নন্দীগ্রাম-মামলা

নন্দীগ্রাম(Nandigram) কেন্দ্রের নির্বাচনে কারচুপির অভিযোগ এনে মুখ্যমন্ত্রীর(chief minister) দাখিল করা ‘ইলেকশন- পিটিশন’-এর শুনানি হবে সেই বিচারপতি কৌশিক চন্দের(Kaushik Chand) এজলাসেই, আগামিকাল, বৃহস্পতিবার ৷

বিজেপি ঘনিষ্ঠতার অভিযোগ উঠেছিল হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের বিরুদ্ধে। যার ফলে তাঁর এজলাসে নন্দীগ্রাম মামলার শুনানি নিয়ে আপত্তি তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ে(Mamata Banerjee) আইনজীবীরা৷ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে চিঠিও দেন মুখ্যমন্ত্রীর আইনজীবী সঞ্জয় বসু৷

কোনও আবেদনেই সাড়া দেয়নি হাইকোর্ট৷ বুধবার জানা গিয়েছে, নন্দীগ্রাম-ভোট নিয়ে মুখ্যমন্ত্রীর দাখিল করা ‘ইলেকশন-পিটিশন’-এর শুনানি হবে বিচারপতি কৌশিক চন্দের এজলাসেই, আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার৷

বিচারপতি কৌশিক চন্দের এজলাসে নন্দীগ্রাম মামলার শুনানি নিয়ে শুরু থেকেই আপত্তি তোলে তৃণমূল। প্রশ্ন ওঠে বিচার-প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়েও। এজলাস বদল করার আবেদন জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু চিঠিও দেন প্রধান বিচারপতিকে। ওই চিঠিতে বলা হয়, বিচারপতি চন্দের ক্ষেত্রে যেহেতু বিজেপি-যোগ প্রমাণিত, তাই তাঁর ব্যক্তিগত দুর্বলতা যদি বিচারে ছাপ ফেলতে পারে৷ সে কারণেই মামলাটি অন্য বেঞ্চে সরানো প্রয়োজন। ওই বিচারপতির এজলাসে মামলার বিচার পর্ব চললে রায় পক্ষপাতদুষ্ট হতে পারে৷ হাইকোর্টের আইনজীবী মহলের একাংশ ডেপুটেশন দিয়েও জানায়, কোনওভাবেই যেন বিচারপতি কৌশিক চন্দের এজলাসে এই মামলার শুনানি না হয়। এদিন জানা গিয়েছে, বিচারপতি কৌশিক চন্দের এজলাসেই মামলার শুনানি হতে চলেছে৷

আরও পড়ুন:বঙ্গভঙ্গ: জন বার্লা-সৌমিত্র খাঁ’র বিরুদ্ধে রায়গঞ্জ থানায় FIR করলো “বাংলা পক্ষ”

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্রে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর জয়ে কারচুপির অভিযোগ এনে কলকাতা হাইকোর্টে ‘ইলেকশন-পিটিশন’ দায়ের করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মামলার শুরুতেই শুনানির জন্য নির্দিষ্ট বিচারপতির বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠে। ভাইরাল হয় একটি ছবি, যেখানে দেখা যায় বিজেপির একটি সভায় দিলীপ ঘোষের পাশে উপস্থিত রয়েছেন বিচারপতি কৌশিক চন্দ। এর পরেই এই মামলার তাঁর উপস্থিতি বিচারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে। চরম বিতর্কের মাঝেই বুধবার জানা গেল বিচারপতি কৌশিক এজলাসেই হতে চলেছে নন্দীগ্রাম মামলার শুনানি।

 

Previous articleবঙ্গভঙ্গ: জন বার্লা-সৌমিত্র খাঁ’র বিরুদ্ধে রায়গঞ্জ থানায় FIR করলো “বাংলা পক্ষ”
Next articleকলকাতা পুলিশ ও ফিনিক্স ইন্ডিয়া গ্রুপের উদ্যোগে বিলি স্যানিটাইজার-মাস্ক