Friday, May 16, 2025

জোটে ভরসা নেই, উত্তরপ্রদেশ নির্বাচনে ‘একলা চলো’ নীতি অখিলেশের

Date:

বাইশের উত্তরপ্রদেশ নির্বাচনকে(Uttar Pradesh election) নজরে রেখে ইতিমধ্যেই ঘর সাজাতে শুরু করে দিয়েছে শাসক দল বিজেপি(BJP)। পিছিয়ে নেই সপা, বসপা, কংগ্রেসও। কিন্তু ২০১৭ সালের ছকে এবার আর ময়দানে লড়তে নারাজ সমাজবাদী পার্টি(Samajwadi Party)। বাইশের বিধানসভা নির্বাচনে পুরোপুরি ‘একলা চলো’ নীতিকে হাতিয়ার করলেন সপা প্রধান অখিলেশ যাদব(Akhilesh Yadav)।

সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আসন্ন নির্বাচনী রণকৌশল প্রসঙ্গে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, ‘বড় দলগুলোর সঙ্গে আমাদের অভিজ্ঞতা ভালো নয়। আমি ওঁদের সঙ্গে জোটে যাব না।’ উল্টে তিনি স্পষ্ট আবেদন জানান যারা বিজেপিকে হারাতে চায় তারা সপাকে সমর্থন করুক। শেষ নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোটের তিক্ত অভিজ্ঞতা তুলে ধরে এদিন সমাজবাদী পার্টির প্রধান বলেন, ‘২০১৭ সালে কংগ্রেসের সঙ্গে আমাদের জোটের অভিজ্ঞতা ভালো নয়। সেবার কংগ্রেসকে ১০০ টা আসন ছেড়েছিলাম আমরা, কিন্তু জিততে পারিনি। উত্তরপ্রদেশের মানুষ কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছে।’ পাশাপাশি জল্পনা শোনা যাচ্ছিল বহুজন সমাজবাদী পার্টি থেকে এবার বেশ কয়েকজন বিধায়ক ‘সপা’তে নাম লেখানোর জন্য তলে তলে যোগাযোগ রাখছেন। এদিনের সাংবাদিক বৈঠকে এ জল্পনা অবশ্য একেবারে উড়িয়ে দেননি অখিলেশ।

আরও পড়ুন:নিউটাউনে এনকাউন্টার: আবাসনগুলির নিরাপত্তা নিয়ে জরুরি বৈঠক ডাকল HIDCO

পাশাপাশি বিজেপির বিরুদ্ধে তোপ দেগে অখিলেশ বলেন, উত্তর প্রদেশ নির্বাচনে এবার বিজেপির হার নিশ্চিত। আদিত্যনাথের সরকারের আর ফেরার কোনো সম্ভাবনা নেই। অন্যান্যবারের মতো মোদী ম্যাজিক এবার আর কাজ করবে না, কারণ ভয়াবহ এই করোনা পরিস্থিতিতে বিজেপি সাধারণ মানুষের পাশে দাঁড়ায়নি। ফলে মানুষও তাদের পাশে দাঁড়াবে না।

 

Related articles

স্বস্তি মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে, ফিরছেন উইল জ্যাকস

মুম্বই ইন্ডিয়ান্সের(Mumbai Indians) জন্য স্বস্তির খবর। যখন বেশিরভাগ বিদেশি ক্রিকেটাররা আইপিএল থেকে নাম তুলে নিচ্ছেন, সেই সময় মুম্বই...

Gold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে

১৬ মে শুক্রবার ২০২৫১ গ্রাম      ১০ গ্রামপাকা সোনার বাট       ৯২১০ ₹   ৯২১০০ ₹খুচরো পাকা...

বাগানে আম কুড়োতে গিয়ে পিটিয়ে খুন কাঁচরাপাড়ার নাবালক!

আম কুড়োতে গিয়ে মর্মান্তিক পরিণতি, নাবালককে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ পাহারাদারের বিরুদ্ধে। নৈহাটির (Naihati) শিবদাসপুর এলাকার এই ঘটনায়...

রাজ্যকে ২৫ শতাংশ বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের

DA মামলায় রাজ্যকে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court) । আগামী চার সপ্তাহের সরকারি কর্মচারীদের ২৫ শতাংশ...
Exit mobile version