স্টাফ স্পেশাল ট্রেনে উঠতে বাধা, সোনারপুরে নিত্যযাত্রীদের রেল অবরোধ

করোনা (Corona) বিধি-নিষেধের মধ্যেই ফের রেল অবরোধ (Rail Blockade)। এবার শিয়ালদহ দক্ষিণ শাখায় (Sealdah South Section) সোনারপুর স্টেশনে (Sonarpur) রেল অবরোধ করলেন নিত্য যাত্রীরা (Daily Passengers)। তাঁদের দাবি, হয় অবিলম্বে সাধারণ মানুষের জন্য ট্রেন চালানো হোক, অথবা স্টাফ স্পেশাল ট্রেনে (Staf Special Train) নিত্য যাত্রীদের উঠতে দেওয়া হোক। এই দাবিতে এদিন সকাল থেকে লোকাল ট্রেন চালানোর দাবিতে রেল লাইনে বসে পড়েন যাত্রীরা।

সকাল সকাল এই অবরোধের জেরে শিয়ালদহ দক্ষিণ শাখার বারুইপুর, ক্যানিং, ডায়মন্ডহারবার, লক্ষ্মীকান্তপুর, নামখানা লাইনে আপ ও ডাউন ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরাও কর্মক্ষেত্রে পৌঁছতে সমস্যায় পড়েন। বিঘ্নিত স্পেশাল ট্রেনের পরিষেবাও। ঘটনাস্থলে সোনারপুর GRP ও RPF বিশাল বাহিনী নিয়ে হাজির হয়। অবরোধকারীদের বুঝিয়ে সরানোর চেষ্টা করেন তাঁরা।

Previous articleরাজ্যপাল এক্তিয়ারের বাইরে গিয়ে হস্তক্ষেপ করছেন, লোকসভার স্পিকারকে নালিশ বিধানসভার স্পিকারের
Next articleবিধানসভার PAC-র চেয়ারম্যান পদে আজই মনোনয়ন জমা দিতে পারেন মুকুল রায়