Tuesday, December 16, 2025

এবার সারদা: সুমন চট্টোপাধ্যায়ের আগাম জামিনের আর্জি খারিজ, ফের গ্রেফতারির মুখে

Date:

আর্থিক প্রতারণার দায়ে ফের গ্রেফতারির মুখে সাংবাদিক সুমন চট্টোপাধ্যায় ৷

চিটফান্ড-কেলেঙ্কারিতে গ্রেফতারি এড়াতে যথাসম্ভব গোপনে ওড়িশা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়৷ ওই আবেদন খারিজ করে দিয়েছে ওড়িশা হাইকোর্ট। এর ফলে CBI যে কোনও মুহুর্তে হেফাজতে নিতে পারে অভিযুক্ত সুমন চট্টোপাধ্যায়কে৷

প্রসঙ্গত, ২০১৮ সালের ২০ ডিসেম্বর আইকোর চিটফাণ্ড সংক্রান্ত মামলায়
CBI তাঁকে গ্রেফতার করেছিলো। ১৮ মাস বন্দি থাকার পর ২০২০ সালের জুলাই মাসে তিনি জামিন পান৷

সুমন চট্টোপাধ্যায়ের আগাম জামিনের এই আবেদনের শুনানি হয়
ওড়িশা হাইকোর্টের বিচারপতি শত্রুঘ্ন পূজারির এজলাসে৷ আগাম জামিনের আর্জির বিরোধিতা করে ওড়িশা হাইকোর্টে CBI জানায়, সুমন চট্টোপাধ্যায় ও তাঁর নিজস্ব কোম্পানি সারদা গ্রুপের দু’টি কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন। এই চুক্তির ভিত্তিতেই সারদা গ্রুপের ৪ কোটি ৫৪ লক্ষ টাকা সুমন এবং তাঁর সংস্থা হাতিয়ে নেয়। পরবর্তীকালে তিনি সাড়ে ৩ কোটি ফিরিয়ে দিলেও বাকি ১ কোটি ৪ লক্ষ টাকা ফেরত দিতে অস্বীকার করেন সুমন৷ CBI বারংবার বকেয়া টাকা ফেরত দিতে বললেও রাজি হননি সুমন চট্টোপাধ্যায় ৷ ফলে CBI আইনি পদক্ষেপ করেছে৷ তাঁকে গ্রেফতার করার পরিস্থিতি তৈরি হয়েছে৷

CBI-এর এই সওয়ালের পরই সারদা অর্থলগ্নি সংস্থার সঙ্গে অভিযুক্তের যোগাযোগ থাকা এবং ওই সংস্থার অর্থ আত্মসাতের অভিযোগ উল্লেখ করে বিচারপতি খারিজ করেন সুমনের আগাম জামিনের আবেদন৷ নির্দেশে বিচারপতি জানিয়েছেন, অভিযোগ খুবই গুরুতর। আবেদনকারী একজন প্রভাবশালী ব্যক্তি। সাংবাদিক হিসাবে তাঁর রাজনৈতিক যোগাযোগ রয়েছে। সেই প্রভাব খাটিয়ে সুবিধা আদায় করতে পারেন৷ তাই সুমন চট্টোপাধ্যায়কে হেফাজতে নিয়ে CBI জিজ্ঞাসাবাদ করতে পারে। একইসঙ্গে আদালত জানিয়েছে, সুমনের বিরুদ্ধে আর্থিক প্রতারণার এই অভিযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগাম জামিন মঞ্জুর করা হলে তদন্ত বাধাপ্রাপ্ত হতে পারে৷ বলা হয়েছে, তদন্তের স্বার্থে CBI যে কোনও পদক্ষেপ করতে পারে৷

 

Related articles

বরাদ্দ বন্ধের জবাব চাইবেন ১০ তৃণমূল সাংসদ: বুধে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠক

অবশেষে তৃণমূল সাংসদদের দাবির কাছে নতিস্বীকারে বাধ্য হল কেন্দ্রের বিজেপি সরকার। দীর্ঘদিন ধরে টালবাহানার পরে অবশেষে তৃণমূল সাংসদদের...

জরুরি অবতরণের সময় কারখানার ছাদে ভেঙে পড়ল প্রাইভেট জেট, মৃত ৭

মেক্সিকোয় জরুরি অবতরণ (Mexico Plane Accident) করতে গিয়ে কারখানার ছাদে ভেঙে পড়ল একটি প্রাইভেট জেট। দুর্ঘটনার পরপরই বিমানে...

২৫ কোটি নয়, গ্রিন পাবেন রিঙ্কুর সমান মূল্য, দল গঠনে চমক কেকেআরের

রাজস্থান এবং চেন্নাই সুপার কিংসকে টেক্কা দিয়ে  ক্যামেরন   গ্রিনকে(Cameron Green) শেষ পর্যন্ত ২৫.২০ কোটিতে কিনল কেকেআর। শুধু কেকেআর...

মহাত্মা গান্ধীর ছবি হাতে সংসদে সরব বিরোধীরা: মনরেগা প্রকল্পের নাম বদলের প্রতিবাদ

১০০ দিনের প্রকল্পের নাম ও প্রকল্পের একাধিক শর্ত বদল নিয়ে মঙ্গলবার সংসদে বিল পেশ হওয়ার কথা ছিল। নিয়মমতো...
Exit mobile version