Friday, November 14, 2025

জম্মু-কাশ্মীর : উপত্যকার সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

Date:

জম্মু-কাশ্মীরের ভবিষ্যত নির্ধারণ করতে বৃহস্পতিবার উপত্যকার সব রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর দফতর সূত্রে জানানো হয়েছে, এদিন দুপুর তিনটে থেকে প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠক শুরু হবে। বৈঠকে উপস্থিত থাকবেন জম্মু- কাশ্মীরের প্রতিটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। বৈঠকের বিষয় , উপত্যকায় রাষ্ট্রপতি শাসনে ইতি টেনে জম্মু-কাশ্মীরকে পুনরায় রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া। এছাড়া উন্নয়ন, নির্বাচন সহ আরও নানা বিষয় নিয়েও আলোচনা হবে বলেই জানা গিয়েছে।

 

এদিনের বৈঠকে শেষ পর্যন্ত কারা কারা যোগ দেবে, তা নিয়ে প্রথম থেকেই ছিল জল্পনা। জম্মু-কাশ্মীরের গুপকর গোষ্ঠীর নেতারা নিজেদের মধ্যে একাধিকবার বৈঠকে বসেন। তারপরই জানানো হয় মেহবুবা মুফতি, ফারুক আবদুল্লা সহ একাধিক শীর্ষনেতারা এই বৈঠকে যোগ দেবেন। অন্যদিকে, কংগ্রেসের তরফেও জানানো হয়, রাজ্যের মর্যাদা ফেরানোর দাবিতে তারাও বৈঠকে যোগ দিতে চায়। জম্মু-কাশ্মীরের বর্তমান পরিস্থিতি ঠিক কীরকম তা জানতে গত শুক্রবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা, আইবি ডিরেক্টর অরবিন্দ কুমার, ‘র’ প্রধান সামন্ত কুমার গোয়েল, সিআরপিএফ ডিরেক্টর জেনারেল কুলদীপ সিং ও জম্মু ও কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিংয়ের সঙ্গে বিশেষ বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Related articles

প্রথম স্ত্রীর মৃত্যুর ৭ মাসের মধ্যে ফের বিয়ের পিড়িতে জন বার্লা

প্রথম স্ত্রীর মৃত্যুর সাত মাসের মধ্যে ফের দ্বিতীয় বিয়ে জন বার্লার (John Barla)। মাত্র সাত মাস আগে ২৩...

মধ্যপ্রদেশে গতির বলি ৫, এক্সপ্রেসওয়ে থেকে সোজা গাড়ি নদীতে!

মধ্যপ্রদেশের রতলামে বেপরোয়া গতির বলি ৫। দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে গুজরাট যাওয়ার পথে শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটে। এক্সপ্রেসওয়ের (expressway) রেলিং...

লাল বলেও ভালোবাসা, বঞ্চনার মধ্যেই টেস্টের মরা গাঙে ইডেনে জোয়ার

বর্তমানে আইপিএল-টি২০ ক্রিকেটের দাপটে উপমহাদেশে ক্রমশ কোণঠাসা টেস্ট ক্রিকেট।কিন্তু কলকাতা বুঝিয়ে দিল ক্রিকেটের সাবেকিয়ানা এখনও বিলুপ্ত হয়ে যায়নি।...

ডাক্তারি পড়তে এসে তালিবানি শাসনে! আল ফালায় এভাবেই পড়াত জঙ্গি উমর

অনেক আশা নিয়ে হরিয়ানার আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ে এমবিবিএস পড়তে এসে হতাশ পড়ুয়ারা। একদিকে পড়াশোনার মান নিয়ে প্রশ্ন উঠেছে। তার...
Exit mobile version