Thursday, December 4, 2025

কসবা ভ্যাকসিন কাণ্ড: নিজে লিভার টেস্ট করাবেন, প্রতারিতদের স্বাস্থ্য পরীক্ষার পরামর্শ মিমির

Date:

Share post:

ভুয়ো IAS দেবাঞ্জন দেবের তত্ত্বাবধান কসবা ভ্যাকসিন জালিয়াতি (Kasba Vaxin Case) কাণ্ডের অন্যতম শিকার অভিনেত্রী তথা যাদবপুরের তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakroborty)। বাড়ির কাছে হওয়ায় আমন্ত্রণ পেয়ে সেই ভুয়ো IAS-এর ভুয়ো ভ্যাকসিন শিবিরে গিয়েছিলেন মিমি। টিকা গ্রহীতাদের উৎসাহ দিতে তিনি নিজেও ভ্যাকসিন নিয়েছিলেন। কলকাতা পুরসভার পক্ষ থেকে আজ, বৃহস্পতিবার স্পষ্ট করে দেওয়া হয়েছে, যে ভ্যাকসিন মিমি-সহ অন্যদের শরীরে প্রয়োগ করা হয়েছে, সেগুলি আদপে করোনা ভ্যাকসিন নয়, অ্যামিকাসিন (Amikasin) নামে এক ধরনের অ্যান্টিবায়োটিক মেডিসিন দেওয়া হয়েছিল। সেই জলে গোলা ওষুধই নিয়েছেন অভিনেত্রী তথা সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। চিকিৎসকরা জানাচ্ছেন, অ্যামিকাসিন অপ্রয়োজনে মানব দেহে প্রয়োগ হলে তা তা কখনও কখনও ভয়ঙ্কর হতে পারে। এমনকি, কিডনি ও লিভারের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

জানা গিয়েছে, আগে থেকেই মিমি পেটের সমস্যায় ভুগছিলেন, তাই ভুয়ো ভ্যাকসিন নেওয়ার পর কোনও ঝুঁকি না নিয়েই অভিনেত্রী ছুটে যান হাসপাতালে। সেখানে তিনি চিকিৎসকদের পরামর্শ নেন। আগামিকাল, শুক্রবার লিভারের টেস্ট করাবেন তিনি। একইসঙ্গে ওই ভুয়ো শিবির থেকে যে সকল মানুষ প্রতারিত হয়েছেন, তাঁদের সকলকে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নেওয়ার আবেদন জানান মিমি।

প্রসঙ্গত, ভ্যাকসিন নেওয়ার পর মোবাইলে কোনও মেসেজ না আসায় সন্দেহ হয় মিমির। এরপর ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন সাংসদ অভিনেত্রী। এবং তাঁর উদ্যোগেই মূলত পর্দা ফাঁস হয় ভুয়ো IAS দেবাঞ্জন দেবের।

আরও পড়ুন- হিংসার অভিযোগ: কোচবিহার পরিদর্শনে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিদল

spot_img

Related articles

বৃহস্পতিবার লক্ষাধিক জমায়েত: দলনেত্রীর সম্প্রীতির বার্তা শুনতে অপেক্ষায় বহরমপুর

রাজ্যে এসআইআর পরিস্থিতি ও বিজেপির ক্রমাগত উস্কানির রাজনীতির মধ্যেই জেলা সফরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার...

আর জি কর মামলার তদন্ত শেষ, সমন পাঠানোর নির্দেশ আখতার আলিকে

আর জি কর হাসপাতালের মামলার তদন্ত শেষ হয়েছে বলে বুধবার আলিপুর বিশেষ সিবিআই আদালতকে জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা...

অ্যাপ দিয়ে ফোনে আড়ি পাতা! চাপের মুখে ‘সঞ্চার সাথি’ নিয়ে পিছু হঠল কেন্দ্র

পেগাসাস মামলা এখনও কেন্দ্রের বিজেপি সরকারের পিছু ছাড়েনি। আন্তর্জাতিক সংস্থাগুলির সঙ্গে যোগসাজশ করে ফোনে আড়ি পাতা বা ব্যক্তিগত...

জঘন্য বোলিং- হতশ্রী ফিল্ডিংয়ের যুগলবন্দিতে ম্যাচ হারল ভারত, ঐতিহাসিক জয় বাভুমাদের

আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ না ক্লাব স্তরের খেলা ভারতীয় বোলিং (Indian Bowling) দেখে তা বোঝা দায়। এই বোলারদের নিয়ে...