আলাদা গোর্খাল্যান্ড রাজ্যের দাবিতে রাজ্যপালের কাছে জাতীয় গোর্খাল্যান্ড কমিটি

এবার আলাদা গোর্খাল্যান্ড রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের দাবিতে রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankar) কাছে স্মারকলিপি জমা দিল জাতীয় গোর্খাল্যান্ড কমিটি নামে একটি সংগঠন। বৃহস্পতিবার দুপুরে দার্জিলিঙের রাজভবনে কমিটির সদস্যরা যান। সেখানে ছিলেন ত্রিলোক দেওয়ান, কেবি রাই, প্রভাকর দেওয়ান সহ অনেকেই। পরে কমিটি জানায়, রাজ্যপাল সব শুনেছেন।

এই ঘটনায় পাহাড়ের তৃণমূল ও গোর্খা নেতাদের একাংশ ক্ষুব্ধ। তাঁদের অভিযোগ, পাহাড় সহ উত্তরে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা হচ্ছে।

আরও পড়ুন- কালিয়াচক হত্যাকাণ্ড :  ইন্টারনেট ঘেঁটে সুড়ঙ্গ তৈরি করেছিল আসিফ