নজির গড়লেন রোনাল্ডো, ফ্রান্সের বিরুদ্ধে খেলতে নেমে একাধিক রেকর্ড গড়লেন তিনি

ইউরো কাপে( euro cup)  ফ্রান্সের( France ) বিরুদ্ধে খেলতে নজির গড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো( Cristiano Ronaldo)। দেশের জার্সি গায়ে ১০৯ গোলের পাশাপাশি ইউরো কাপে সর্বাধিক গোলের রেকর্ড গড়লেন তিনি। এক্ষেত্রে পিছনে ফেলে দিলেন মিশেল প্লাতিনিকে।

বুধবার রাতে ফ্রান্সের বিরুদ্ধে দুটো গোল করে ইউরো কাপে রোনাল্ডোর গোল সংখ্যা দাঁড়ালো ১৪। এই ক্ষেত্রে দ্বিতীয় স্থানে রয়েছেন মিশেল প্লাতিনি। মিশেল প্লাতিনির থেকে ৫টি বেশি গোল সিআরসেভেনের। ২০১৬ সালের ইউরো কাপেই প্লাতিনিকে ছুঁয়ে ফেলেছিলেন রোনাল্ডো। এবার টপকে গেলেন তাকে।

শুধু তাই নয় চলতি ইউরো কাপেও এখনও পর্যন্ত সর্বাধিক গোলের রেকর্ড রয়েছে রোনাল্ডোর। তিন ম‍্যাচে পাঁচ গোল করেছেন তিনি।

আরও পড়ুন:হাড্ডাহাড্ডি  ম‍্যাচে হাঙ্গেরির সঙ্গে ড্র করল জার্মানি

 

Previous articleকৌশিকে অনাস্থা তৃণমূলের, পাল্টা তোপ বিচারপতিরও
Next articleশুভেন্দুর বিরুদ্ধে তদন্ত হবে, রিপোর্ট চাইল কোর্ট