Friday, November 28, 2025

কারও মৃত্যু হলে দায়ী রাজ্য, করোনাকালে দ্বাদশের পরীক্ষা নেওয়া অন্ধ্রকে ‘সুপ্রিম’ হুঁশিয়ারি

Date:

Share post:

মারণ করোনা পরিস্থিতির(covid situation) জেরে বেশিরভাগ রাজ্য বাতিল করেছে দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা। তবে সে পথে না হেঁটে করোনা পরিস্থিতির সামান্য নিয়ন্ত্রণে আসতেই দ্বাদশ শ্রেণীর পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে অন্ধ্রপ্রদেশ সরকার(Andhra Pradesh government)। পড়ুয়াদের সুরক্ষার কথা না ভেবে রাজ্যের এই সিদ্ধান্তের সমালোচনা করল দেশের শীর্ষ আদালত(Supreme Court)। শীর্ষ আদালতের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ‘যদি একজন পড়ুয়ারও মৃত্যু হয় তবে তার জন্য দায়ী থাকবে রাজ্য সরকার।’ একই সঙ্গে এই ধরনের ঘটনায় ১ কোটি টাকা পর্যন্ত ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হতে পারে বলেও জানানো হয়েছে।

অন্ধ্রপ্রদেশে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা বাতিলের আবেদন জানিয়ে সম্প্রতি শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল সেখানকার অভিভাবকরা। মামলাটির শুনানি হয় বিচারপতি এএম খানবালিকর ও বিচারপতি দীনেশ মহেশ্বরীর বেঞ্চে। আদালতে তরফে জানানো হয়, “করোনা পরিস্থিতির কারণে যখন বাকি সমস্ত বোর্ড পরীক্ষা বাতিল করে দিয়েছে, তখন অন্ধ্র প্রদেশ কেন ব্যতিক্রম হতে চাইছে? বাস্তব পরিস্থিতির উপর ভিত্তি করেই বোর্ডগুলি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। দেশে নতুন একটি ভ্যারিয়েন্টের দেখা মিলেছে, ডেল্টা প্লাস। এই ভ্যারিয়েন্টে কতটা সংক্রামক, তা আমরা জানি না। এই পরিস্থিতিতে কীসের উপর ভিত্তি করে এবং কে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিল।” পাশাপাশি ক্ষতিপূরণ প্রসঙ্গে বিচারপতি বলেন, “বেশ কয়েকটি রাজ্যে করোনায় মৃতদের পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে। আমরা অন্ধপ্রদেশের ক্ষেত্রেও এই নিয়ম জারি রাখতে পারি কারণ একজন পটুয়ার মৃত্যু হলে তার জন্য রাজ্য সরকার দায়ী থাকবে।”

যদিও অন্ধ্রপ্রদেশ সরকারের তরফে মঙ্গলবার আদালতকে জানানো হয়েছিল, করোনা পরিস্থিতি বিচার করে সমস্ত বিধিনিষেধ নেই পরীক্ষার আয়োজন করা হচ্ছে। পরীক্ষা কেন্দ্রে ১৫ থেকে ১৮ জনের বেশি পড়ুয়াকে বসানো হবে না। পাল্টা আদালতের তরফে জানতে চাওয়া হয়, যদি একটি কক্ষে ১৫ থেকে ১৮ জন পড়ুয়াকে বসানো হয়, তবে মোট পরীক্ষার্থীদের জন্য ৩৪ হাজার ৬৩৪টি কক্ষের প্রয়োজন পড়বে। এত সংখ্যক রুমের বন্দোবস্ত কোথা থেকে করবে বোর্ড? এর উত্তরে অবশ্য রাজ্য জানায়, ইতিমধ্যেই ৩৪ হাজার কক্ষ চিহ্নিত করা হয়েছে এবং প্রায় ৫০ হাজার শিক্ষক ও অ-শিক্ষক কর্মীদের টিকা দেওয়া হয়েছে। তারাও পরীক্ষার ডিউটি করতে রাজি।

 

spot_img

Related articles

বিহুর রিসেপশনে নক্ষত্র সমাবেশ, বাইরে দাঁড়িয়ে ছেলের বিয়ের অতিথি আপ্যায়ন স্বয়ং খরাজের

পর্দায় তিনি যতই ডাকসাইটে করা ধাঁচের বাবা হোন না কেন বাস্তবে একেবারে উল্টো। নিজে গেটে দাঁড়িয়ে সারাক্ষণ ছেলে...

তৃণমূলের উত্তর দিতে ব্যর্থ কমিশন! CCTV প্রকাশের চ্যালেঞ্জ অভিষেকের

নির্বাচন কমিশনের দেওয়া সময় মেনেই দিল্লিতে কমিশন দফতরে শুক্রবার প্রশ্ন নিয়ে গিয়েছিলেন তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধিদল। তৃণমূলের প্রশ্নের...

মৃত ভোটার ছাড়ালো ১৫ লক্ষ, ডুপ্লিকেট ৫৮ হাজার! প্রকাশ্যে কমিশনের ত্রুটি

প্রতিটি নির্বাচনের আগে বিশেষ নিবিড় সংশোধনী না হলেও সংশোধিত ভোটার তালিকা তৈরি করে নির্বাচন কমিশন। তার পরেও ঘটা...

দায়ী ত্রুটিপূর্ণ App: এবার মোদির রাজ্যে BLO মৃত্যুতে কাঠগড়ায় কমিশন

খোদ নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়ার চাপে জারি মৃত্যু মিছিল। কখনও সেখানে কাজের চাপ সহ্য...