ধাক্কা সামলে আরও ঊর্ধ্বমুখী দেশের শেয়ারবাজার, ২২৬ পয়েন্ট বাড়ল সেনসেক্স

🔹সেনসেক্স ৫২,৯২৫.০৪ (⬆️ ০.৪৩%)

🔹নিফটি ১৫,৮৬০.৩৫ (⬆️ ০.৪৪%)

অর্থনীতির দীর্ঘ দুর্দশা পেরিয়ে আশার আলো দেখিয়েছিল শেয়ার বাজার। যদিও করোনার দ্বিতীয় ঢেউয়ে ক্রমাগত ধাক্কা খেতে থাকে শেয়ারবাজারের সুখের সময়। সে ধাক্কা সামলে ফের ঊর্ধ্বমুখী হল দালাল স্ট্রিট। শুক্রবার এক ধাক্কায় ২২৬ পয়েন্ট বাড়ল সেনসেক্সের সূচক। পাশাপাশি নিফটি বেড়েছে ৬৯ পয়েন্ট।

শুক্রবার বাজার খোলার পর থেকে ঊর্ধ্বমুখী হতে থাকে সেনসেক্সের সূচক। বাজার বন্ধ হওয়ার পর দেখা যায় দেশে বাড়তে থাকা করোনা পরিস্থিতির মাঝেও ২২৬ পয়েন্ট বেড়েছে সেনসেক্স। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ২২৬.০৪ পয়েন্ট বা ০.৪৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫২,৬৯৯.০০। পাশাপাশি সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, এদিন নিফটি ৬৯.৯০ পয়েন্ট বা ০.৪৪ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৫,৮৬০.৩৫।

 

Previous articleকসবার ভুয়ো- ভ্যাকসিন কাণ্ডের CBI তদন্তের দাবিতে হাইকোর্টে জোড়া- জনস্বার্থ মামলা
Next articleভাঙা হল ভুয়ো আইএএস-এর নাম দেওয়া বিতর্কিত ফলক