Sunday, August 24, 2025

ভাইরাল মৌলবির ফতোয়া : ফেসবুকে ‘হাহা’ ইমোজি দেওয়া পাপ!

Date:

Share post:

খায়রুল আলম (ঢাকা) : ফেসবুকে ‘হাহা’ ইমোজির ব্যবহার নিয়ে ফতোয়া জারি করলেন বাংলাদেশের এক মৌলবি। গত ১৯ জুন ফেসবুকে দেওয়া তার এই ভিডিও বক্তব্য ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। তার বক্তব্য এই ইমোজির মাধ্যমে অন্য কাউকে বিদ্রুপ করা ইসলাম-বিরোধী। তাই তিনি সকলকে হাহা-র ব্যবহার থেকে বিরত থাকতে বলেছেন। সমালোচনার পাশাপাশি নেটাগরিকদের একটা অংশ ওই পোস্ট ভরিয়েছেন ‘হাহা’ ইমোজিতেই।

ফেসবুকের মাধ্যমে আলোচনায় আসা ফতোয়া দেওয়া ওই মৌলবির নাম আহমাদুল্লাহ (Ahmadullah)। ফেসবুক এবং ইউটিউবে তার ফলোয়ার সংখ্যা ২২ লক্ষেরও বেশি। ধর্মীয় বিষয়ে আলোচনার জন্য বিভিন্ন টিভি চ্যানেলের অনুষ্ঠানে উপস্থিত থাকেন তিনি। নেটমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিয়োয় আহমাদুল্লাহ বলেছেন , ‘কাউকে নিয়ে হাসাহাসি বা ঠাট্টা করা সম্পূর্ণ ইসলামবিরোধী। এই কাজ করা পাপ।’

হাসি ঠাট্টার বিষয় নিয়ে তিনি বলছেন, কেউ যদি কোনও হাসির বিষয় নিয়ে পোস্ট করেন তা হলে ঠিক আছে। না হলে হাহা ইমোজির মাধ্যমে কোনও মুসলমানের প্রতি বিদ্রুপ বা ব্যঙ্গ করা ইসলামের চোখে অত্যন্ত ঘৃণ্য কাজ। আমি অনুরোধ করছি, হাহা’ থেকে নিজেদের বিরত রাখুন। বদলে যুক্তির মাধ্যমে তাকে বোঝানোর চেষ্টা করুন। এই ইমোজির ব্যবহার থেকে সবাইকে বিরত রাখতে ফতোয়া জারি করার কথাও বলেছেন তিনি। এই বিষয়টি নেটমাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটাগরিকরা বিভিন্ন মন্তব্য করেছেন। তাদের বড় একটা অংশই হাহা’ ইমোজি দিয়ে এই ফতোয়ার বিরোধিতা করেছেন। অনেকেই আবার তাকে নিয়ে বিভিন্ন কুৎসামূলক বক্তব্যও দিচ্ছেন।

Md Mohaimin নামে একজন এভাবেই মন্তব্য করেছেন : মুহতারাম আপনি আপনার মূল্যটা এখনো বুঝতে সক্ষম হননি। বুঝলে সামান্য ফেসবুকের হাহা রিয়াক্ট নিয়ে কোন পোস্ট করতেন না। (এটা আমার ব্যক্তিগত মত) প্লিজ নিজের মূল্যবোধকে ধরে রাখুন। AR Raffehaan নামে আরো একজন লিখেছেন; প্রিয় শায়খ Ahmadullah স্যার!

আরও পড়ুন-রাজ্যপাল জগদীপ ধনকড়কে পাগলা হাতির সঙ্গে তুলনা মদনের

আপনি এখানে ‘কিয়াম না করা’ মর্মে আপনার ব্যক্তিগত মতামত প্রতিষ্ঠিত করতে গিয়ে ‘কুরআন পড়তে গিয়ে লাফানো, ফ্যানে ঝুলা” ইত্যাদি শব্দ ব্যবহার করেছেন।তাহলে কি আমরা এটা ধরে নিবো যে,আপনি মজা দেয়ার জন্য দর্শকদের উদ্দেশ্যে শব্দগুলো ব্যবহার করেছেন,তারা এতে মজাও পেয়েছে তাই আপনার কাজ জায়েজ???
নাকি ,যারা ‘কিয়াম’ করে থাকেন তারা আপনার বিদ্রুপের দ্বারা অন্তরে কষ্ট পেয়েছেন,তাই আপনি ‘হারাম’ কাজ করেছেন— এটা ধরে নিবো??
জানতে আগ্রহী।

 

spot_img

Related articles

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...

ছোড়না নহি, লড়তে রহো: দিলীপকে রবি শঙ্করজি

সুমনের গানটা বোধহয় আবারও মনে পড়ে গিয়েছিল বিজেপির দিলীপ ঘোষের (Dilip Ghosh)। বেঙ্গালুরুতে রবি শঙ্করজীর (Ravi Shankar) সঙ্গে...

নাসার ‘নর্থস্টার’ হুগলির বঙ্গসন্তান গৌতম, উচ্ছ্বসিত কোন্নগরবাসী

দেশ হোক বা বিদেশ, সেরার সেরা মানেই সেখানে বাঙালির নাম জ্বলজ্বল করছে। অতীত, বর্তমান বা ভবিষ্যৎ- সময়কাল যাই...