Saturday, August 23, 2025

খায়রুল আলম (ঢাকা) : ফেসবুকে ‘হাহা’ ইমোজির ব্যবহার নিয়ে ফতোয়া জারি করলেন বাংলাদেশের এক মৌলবি। গত ১৯ জুন ফেসবুকে দেওয়া তার এই ভিডিও বক্তব্য ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। তার বক্তব্য এই ইমোজির মাধ্যমে অন্য কাউকে বিদ্রুপ করা ইসলাম-বিরোধী। তাই তিনি সকলকে হাহা-র ব্যবহার থেকে বিরত থাকতে বলেছেন। সমালোচনার পাশাপাশি নেটাগরিকদের একটা অংশ ওই পোস্ট ভরিয়েছেন ‘হাহা’ ইমোজিতেই।

ফেসবুকের মাধ্যমে আলোচনায় আসা ফতোয়া দেওয়া ওই মৌলবির নাম আহমাদুল্লাহ (Ahmadullah)। ফেসবুক এবং ইউটিউবে তার ফলোয়ার সংখ্যা ২২ লক্ষেরও বেশি। ধর্মীয় বিষয়ে আলোচনার জন্য বিভিন্ন টিভি চ্যানেলের অনুষ্ঠানে উপস্থিত থাকেন তিনি। নেটমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিয়োয় আহমাদুল্লাহ বলেছেন , ‘কাউকে নিয়ে হাসাহাসি বা ঠাট্টা করা সম্পূর্ণ ইসলামবিরোধী। এই কাজ করা পাপ।’

হাসি ঠাট্টার বিষয় নিয়ে তিনি বলছেন, কেউ যদি কোনও হাসির বিষয় নিয়ে পোস্ট করেন তা হলে ঠিক আছে। না হলে হাহা ইমোজির মাধ্যমে কোনও মুসলমানের প্রতি বিদ্রুপ বা ব্যঙ্গ করা ইসলামের চোখে অত্যন্ত ঘৃণ্য কাজ। আমি অনুরোধ করছি, হাহা’ থেকে নিজেদের বিরত রাখুন। বদলে যুক্তির মাধ্যমে তাকে বোঝানোর চেষ্টা করুন। এই ইমোজির ব্যবহার থেকে সবাইকে বিরত রাখতে ফতোয়া জারি করার কথাও বলেছেন তিনি। এই বিষয়টি নেটমাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটাগরিকরা বিভিন্ন মন্তব্য করেছেন। তাদের বড় একটা অংশই হাহা’ ইমোজি দিয়ে এই ফতোয়ার বিরোধিতা করেছেন। অনেকেই আবার তাকে নিয়ে বিভিন্ন কুৎসামূলক বক্তব্যও দিচ্ছেন।

Md Mohaimin নামে একজন এভাবেই মন্তব্য করেছেন : মুহতারাম আপনি আপনার মূল্যটা এখনো বুঝতে সক্ষম হননি। বুঝলে সামান্য ফেসবুকের হাহা রিয়াক্ট নিয়ে কোন পোস্ট করতেন না। (এটা আমার ব্যক্তিগত মত) প্লিজ নিজের মূল্যবোধকে ধরে রাখুন। AR Raffehaan নামে আরো একজন লিখেছেন; প্রিয় শায়খ Ahmadullah স্যার!

আরও পড়ুন-রাজ্যপাল জগদীপ ধনকড়কে পাগলা হাতির সঙ্গে তুলনা মদনের

আপনি এখানে ‘কিয়াম না করা’ মর্মে আপনার ব্যক্তিগত মতামত প্রতিষ্ঠিত করতে গিয়ে ‘কুরআন পড়তে গিয়ে লাফানো, ফ্যানে ঝুলা” ইত্যাদি শব্দ ব্যবহার করেছেন।তাহলে কি আমরা এটা ধরে নিবো যে,আপনি মজা দেয়ার জন্য দর্শকদের উদ্দেশ্যে শব্দগুলো ব্যবহার করেছেন,তারা এতে মজাও পেয়েছে তাই আপনার কাজ জায়েজ???
নাকি ,যারা ‘কিয়াম’ করে থাকেন তারা আপনার বিদ্রুপের দ্বারা অন্তরে কষ্ট পেয়েছেন,তাই আপনি ‘হারাম’ কাজ করেছেন— এটা ধরে নিবো??
জানতে আগ্রহী।

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version