Wednesday, November 5, 2025

ফাইজার, মডার্নার টিকায় হৃৎপিন্ডের আকার বড় হতে পারে, সতর্ক করল ডিজিজ কন্ট্রোল

Date:

Share post:

ফাইজার ও মর্ডানার (Pfizer and Moderna) করোনা টিকা (covid vaccine) নিয়ে নতুন তথ্য সামনে এল। তার পরিপ্রেক্ষিতে এই দুই ভ্যাকসিনের ব্যবহার সম্পর্কে সতর্ক করল মার্কিন (US) প্রশাসন। গবেষণালব্ধ সমীক্ষা রিপোর্টে দেখা গিয়েছে, এই ভ্যাকসিন নিলে কিছু ক্ষেত্রে বড় হয়ে যাচ্ছে হৃদপিন্ডের আকার। এই চাঞ্চল্যকর তথ্য সামনে আসার পর নতুন উপসর্গ প্রকাশ্যে আনল মার্কিন প্রশাসন। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, করোনার ভ্যাকসিন যাঁরা নিচ্ছেন, তাঁদের মধ্যে মায়োকার্ডাইটিস বা পেরিকার্ডাইটিসের উপসর্গ দেখা দিতে পারে। এই উপসর্গ দেখা গেলে বড় হয়ে যেতে পারে হৃদপিণ্ডের আকার (enlargement of heart)। তাই এই ভ্যাকসিন নিলে সতর্ক থাকতে হবে বলে জানিয়েছে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন। প্রসঙ্গত, আমেরিকায় ফাইজার আর মডার্নার করোনা টিকাই ব্যবহৃত হচ্ছে। দুটি টিকাই করোনাভাইরাস রুখতে যথেষ্ট কার্যকর বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

তবে এই দুই প্রস্তুতকারক সংস্থার ভ্যাকসিন নিয়ে নতুন তথ্য সামনে আসার পর বিবৃতি জারি করে জানানো হয়েছে, ভ্যাকসিন নিয়ে বুকে ব্যথা হওয়া, শ্বাসকষ্ট হওয়া বা হার্টবিট বেড়ে যাওয়ার মত উপসর্গ দেখা দিচ্ছে কিনা সে বিষয়ে খেয়াল রাখতে হবে। যদি এই উপসর্গ দেখা দেয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার। ফাইজার ও মর্ডানা দুটি ভ্যাকসিনের ক্ষেত্রেই একই সমস্যা দেখা দিতে পারে।

ফাইজার ও মডার্নার টিকাপ্রাপকদের মধ্যে সমীক্ষা চালিয়ে এই উপসর্গের কথা জানতে পারা গিয়েছে। মার্কিন সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের তরফে এই সমীক্ষা করা হয়। অনেকের শরীরে মায়োকার্ডাইটিসের লক্ষণ দেখা দিচ্ছে বলে খবর। ইজরায়েলে ইতিমধ্যেই এই উপসর্গ দেখা দিয়েছে বলে জানিয়েছে সেদেশের স্বাস্থ্য মন্ত্রক। তাই ফাইজার ও মর্ডানা ভ্যাকসিন নিয়ে এবার অতিরিক্ত সতর্কতা নিতে চাইছে মার্কিন যুক্তরাষ্ট্র।

 

spot_img

Related articles

রিচা বরণের অপেক্ষায় শিলিগুড়ি, কবে হবে সিএবির জমকালো সংবর্ধনা অনুষ্ঠান?

বিশ্বকাপ জিতে ঘরে ফিরছেন বঙ্গ কন্যা রিচা ঘোষ(Richa Ghosh)। বিশ্বকাপজয়ীকে বরণ করে নিতে তৈরি বাংলা(Bengal)। রিচার জন্মভূমি, বেড়ে...

‘অন্য বিয়ের’ কাহিনি!

ভালোবাসার অন্য রূপের সাক্ষী থাকল সুন্দরবনের(Sundarbon village) প্রত্যন্ত গ্রাম। বিবাহবন্ধনে (Maarriage) আবদ্ধ হলেন দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার থানা...

ফেনসিডিল’ বাজেয়াপ্তকে ঘিরে নদিয়ায় চরম উত্তেজনা, BSF – পুলিশ সংঘর্ষে মৃত ৩ পুলিশকর্মী

নদিয়ার চাপড়া এলাকায় নিষিদ্ধ কফসিরাপ ‘ফেনসিডিল’ বাজেয়াপ্তকে ঘিরে সংঘর্ষে জড়িয়ে পড়ল বিএসএফ (BSF) এবং রাজ্য পুলিশ (WB Police)।...

ভারতীয় বংশোদ্ভূত জোহরান মামদানি নিউ ইয়র্কের মেয়র

ঐতিহাসিক ঘটনা নিউ ইয়র্ক(New York) সিটিতে। প্রথমবার মেয়র পদে নির্বাচিত হলেন ৩৪ বছরের ডেমোক্র্যাট প্রার্থী ভারতীয় বংশোদ্ভূত সংখ্যালঘু...