Thursday, August 28, 2025

দ্বিতীয় ঢেউয়ের (second wave of Corona) মতো তৃতীয় ঢেউ (third wave) অত বড় আকারের না হলেও তার রূপ হবে ভয়ংকর। দাবি ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চের (Indian council of medical research)। প্রথম ও দ্বিতীয় ঢেউ তুলনা করে গাণিতিক মডেলের ভিত্তিতে এই অনুমান করছে আইসিএমআর। যদিও তৃতীয় ঢেউ যে প্রথম এবং দ্বিতীয়কে ছাপিয়ে যাবে না, সে বিষয়ে এখনই নিশ্চিত সম্ভব নয়। কারণ বেশ কয়েকটি শর্তের ওপর নির্ভর করছে এটি। কোনও একটি ক্ষেত্রে শিথিলতা বা গাফিলতি থাকলে তা মারত্মক হয়ে যেতে পারে।

জানা গিয়েছে তৃতীয় ঢেউয়ে নতুন কোনও ভ্যারিয়েন্ট (new variant) আসতে পারে। যা অতি সংক্রামক। তার ক্ষতিকর প্রভাব সাংঘাতিক বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, তৃতীয় ঢেউকে প্রভাবিত করতে পারে করোনার ডেল্টা প্লাস স্ট্রেন (delta plus screen)। তবে লকডাউন ও টিকাকরণের মাত্রা যদি সঠিক হয়, তাহলে তৃতীয় ঢেউ অনেকাংশেই কমানো সম্ভব হবে। অন্তত তেমনটাই মনে করছে আইসিএমআরের চিকিৎসকরা।

 

বিজ্ঞানীদের মতে, করোনার তৃতীয় ঢেউয়ের তীব্রতা প্রধানত তিনটি বিষয়ের উপর নির্ভরশীল। এক, মানুষের সচেতনতা। দুই স্বাস্থ্য এবং চিকিৎসা পরিকাঠামো। তিন প্রত্যেকের টিকাকরণ। আইসিএমআরের মতে, করোনাবিধি কঠোর এবং ঠিকভাবে পালন। স্যানিটাইজার ও মাস্কের সঠিক ও নিয়ম অনুযায়ী ব্যবহার। তৃতীয় ঢেউতে বেশি আক্রান্ত হতে পারে কমবয়সীরা। সেইসঙ্গে শিশুদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রবল।

 

কোনও প্রমাণ না থাকলেও একাধিক বিশেষজ্ঞের এমন মত। তাই ইতিমধ্যেই দেশের একাধিক রাজ্য সেইমতো পরিকল্পনামাফিক স্বাস্থ্য পরিকাঠামো ঢেলে সাজানোর কাজ শুরু করেছে। উন্নত স্বাস্থ্য পরিকাঠামো তৃতীয় ঢেউকে অনেকটাই প্রশমিত করতে পারবে বলে মত বিশেষজ্ঞদের। ব্রিটেনের উদাহরণ বলছে, করোনা টিকা ডেল্টা প্লাসের বিরুদ্ধেও কাজ করছে। টিকার দু’টি ডোজ় নেওয়া থাকলে অনেকাংশেই কম প্রভাব পড়ছে। তাই কেন্দ্র দ্রুত টিকাকরণের যে লক্ষ্যমাত্রা নিয়েছে, তা পূরণ করতে পারলেই তৃতীয় ঢেউ অনেকাংশে সামলানো যাবে বলে মত গবেষকদের।

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version