Thursday, November 27, 2025

তিনধারিয়ায় তিন জায়গায় ধস, ফের টয় ট্রেন চালু হবে কবে?

Date:

Share post:

কার্শিয়াঙের তিনধারিয়ার কাছে তিনটি জায়গায় ধসের ফলে চাপা পড়ে গিয়েছে টয় ট্রেনের লাইন। যে ধরনের ক্ষতি হয়েছে তাতে শিলিগুড়ি-দার্জিলিং রুটের টয় ট্রেন পুজোর আগে ফের চালু করা যাবে কি না তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। রেল সূত্রের খবর, পূর্ত দফতর রাস্তা সারানোর কাজ সম্পূর্ণ করলে তার পরে রেল লাইন সারানোর কাজে গতি আনা যাবে। কারণ, ওই টয় ট্রেনের লাইন পূর্ত দফতরের অধীনে থাকা ৫৫ নম্বর জাতীয় সড়ক বরাবর গিয়েছে। শিলিগুড়ি থেকে দার্জিলিং যেতে ওই টয় ট্রেনের লাইন ৮২ জায়গায় রাস্তাকে আড়াআড়ি টপকে গিয়েছে।

উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শুভানন চন্দ জানান, যে ধরনের ক্ষতি হয়েছে তাতে পূর্ত দফতর রাস্তা সারানো হলে তার পরেই বলা যাবে কবে টয় ট্রেন ফের চালু হবে। সে জন্য পূর্ত দফতরের সঙ্গে সমন্বয় রাখছে রেল।

রেল সূত্রে জানানো হয়েছে, রংটং ও তিনধারিয়ার মাঝে সবচেয়ে বড় ধস নেমেছে। যাতে টয় ট্রেনের এক কিলোমিটারের বেশি লাইন ধসে চাপা পড়ে গিয়েছে। তিনধারিয়া রেলওয়ে ওয়ার্কশপের কাছেও ধসে টয় ট্রেনের লাইন নষ্ট হয়েছে। তিনধারিয়া ও গয়াবাড়ি স্টেশনের মাঝেও অনেকটা জায়গায় ধস নেমেছে। সেখানেও টয় ট্রেনের লাইন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।

আরও পড়ুন-করোনার ডেল্টা স্ট্রেনই বিশ্বে সবচেয়ে সংক্রামক, ফের সতর্ক করল WHO

এই ঘটনায় শিলিগুড়ি-দার্জিলিংয়ের পর্য়টন মহলে উদ্বেগ বেড়েছে। কয়েকজন ট্যুর অপারেটর জানান, কোভিড পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে পুজোর আগে টয় ট্রেন চালু থাকলে পর্যটকদের উৎসাহ বাড়ত। কিন্তু, টয় ট্রেন ফের কবে চালু হবে তা নিয়ে অনিশ্চয়তা থাকায় পর্যটকদের অনেকেরই উৎসাহে ভাঁটা পড়ার আশঙ্কা করছেন ট্যুর অপারেটররা।

 

spot_img

Related articles

বলিউডের ‘হিম্যান’কে শ্রদ্ধা জানাতে আজ সন্ধ্যায় মুম্বইয়ে ধর্মেন্দ্রর স্মরণসভার আয়োজন

দীর্ঘসময় রোগে ভোগার পর প্রয়াত হয়েছেন বলিউডের হিম্যান। ২৪ নভেম্বর ধর্মেন্দ্রর (Dharmendra) মৃত্যুর সংবাদ পাওয়া থেকে শেষকৃত্য পর্যন্ত...

পাহাড় থেকে সমতলে হিমেল হাওয়া, ভোরের দিকে রাজ্য জুড়ে চেনা শীতের ছবি

একদিকে ইন্দোনেশিয়ায় তৈরি ঘূর্ণিঝড় সেনিয়ার (Senyaar), অন্যদিকে চেনার শীতের ছন্দে বাংলা বাংলা। এই দুয়ের মাঝেই রাজ্যে বৃষ্টির ভ্রুকুটি!...

হোয়াইট হাউসের কাছে এলোপাথাড়ি গুলি! আহত ২, মূল্য চোকানোর হুঁশিয়ারি ট্রাম্পের

হোয়াইট হাউসের (White House) কাছে চলল গুলি। বৃহস্পতিবার ভোররাতে ডাউনটাউন এলাকায় এক অজ্ঞাতপরিচয় বন্দুকবাজ এলোপাথাড়ি গুলি চালাতে শুরু...

রাতের কলকাতায় শ্যুটআউট! জখম ১ যুবক, উদ্ধার আগ্নেয়াস্ত্র

বুধের রাতে কলকাতার কসবা (Kasba, Kolkata) এলাকায় চলল গুলি! রাত এগারোটা নাগাদ ঘোষপুকুর প্রান্তিক পল্লিতে শ্যুটআউট। বাঁ হাতের...