Saturday, August 23, 2025

কার্শিয়াঙের তিনধারিয়ার কাছে তিনটি জায়গায় ধসের ফলে চাপা পড়ে গিয়েছে টয় ট্রেনের লাইন। যে ধরনের ক্ষতি হয়েছে তাতে শিলিগুড়ি-দার্জিলিং রুটের টয় ট্রেন পুজোর আগে ফের চালু করা যাবে কি না তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। রেল সূত্রের খবর, পূর্ত দফতর রাস্তা সারানোর কাজ সম্পূর্ণ করলে তার পরে রেল লাইন সারানোর কাজে গতি আনা যাবে। কারণ, ওই টয় ট্রেনের লাইন পূর্ত দফতরের অধীনে থাকা ৫৫ নম্বর জাতীয় সড়ক বরাবর গিয়েছে। শিলিগুড়ি থেকে দার্জিলিং যেতে ওই টয় ট্রেনের লাইন ৮২ জায়গায় রাস্তাকে আড়াআড়ি টপকে গিয়েছে।

উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শুভানন চন্দ জানান, যে ধরনের ক্ষতি হয়েছে তাতে পূর্ত দফতর রাস্তা সারানো হলে তার পরেই বলা যাবে কবে টয় ট্রেন ফের চালু হবে। সে জন্য পূর্ত দফতরের সঙ্গে সমন্বয় রাখছে রেল।

রেল সূত্রে জানানো হয়েছে, রংটং ও তিনধারিয়ার মাঝে সবচেয়ে বড় ধস নেমেছে। যাতে টয় ট্রেনের এক কিলোমিটারের বেশি লাইন ধসে চাপা পড়ে গিয়েছে। তিনধারিয়া রেলওয়ে ওয়ার্কশপের কাছেও ধসে টয় ট্রেনের লাইন নষ্ট হয়েছে। তিনধারিয়া ও গয়াবাড়ি স্টেশনের মাঝেও অনেকটা জায়গায় ধস নেমেছে। সেখানেও টয় ট্রেনের লাইন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।

আরও পড়ুন-করোনার ডেল্টা স্ট্রেনই বিশ্বে সবচেয়ে সংক্রামক, ফের সতর্ক করল WHO

এই ঘটনায় শিলিগুড়ি-দার্জিলিংয়ের পর্য়টন মহলে উদ্বেগ বেড়েছে। কয়েকজন ট্যুর অপারেটর জানান, কোভিড পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে পুজোর আগে টয় ট্রেন চালু থাকলে পর্যটকদের উৎসাহ বাড়ত। কিন্তু, টয় ট্রেন ফের কবে চালু হবে তা নিয়ে অনিশ্চয়তা থাকায় পর্যটকদের অনেকেরই উৎসাহে ভাঁটা পড়ার আশঙ্কা করছেন ট্যুর অপারেটররা।

 

Related articles

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...
Exit mobile version