বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, ৩দিন বন্ধ সোনারপুর-রাজপুরের বাজার

দেশে ও রাজ্যে করোনা সংক্রমণ কমলেও আক্রান্তের সংখ্যা বাড়ছে সোনারপুরে। এর জেরেই সোমবার থেকে তিনদিনের জন্য সোনারপুর ও রাজপুর এলাকার সমস্ত বাজার সহ দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন। করোনাভাইরাসের সংক্রমণ রুখতে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আগামী সপ্তাহে সোমবার থেকে বুধবার- এই ৩ দিন সোনারপুর-রাজপুরের সমস্ত বাজার বন্ধ থাকবে। খোলা থাকবে ওষুধ ও দুধের দোকান। বিধিনিষেধ শিথিল হতেই ভিড় বেড়েছে বাজারগুলিতে। বাড়ছে সংক্রমণের সংখ্যা। এলাকার মানুষরা যাতে নিষেধাজ্ঞা মেনে চলে এবং প্রয়োজন হলে তবেই যেন বাড়ি থেকে বের হন, তার জন্য স্থানীয় প্রশাসন ও পুরসভার তরফে চালানো হবে প্রচার। পাশাপাশি আজ ও রবিবার দরকারি সামগ্রী কিনে রাখার পরামর্শও দেওয়া হবে।

আরও পড়ুন-বিজেপি বিরোধী জোট হলে কংগ্রেসকে বাদ দেওয়া যাবে না, স্পষ্ট জানালেন শরদ পাওয়ার

স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, রাজপুর-সোনারপুর এলাকায় প্রতিদিন গড়ে ২৫ জনেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। দৈনিক সংক্রমণের হার চিন্তায় ফেলছে স্থানীয় বাসিন্দাদের।

 

Previous articleদেশে নিম্নমুখী করোনা সংক্রমণের গ্রাফ, ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের নীচে
Next articleটোকিও অলিম্পিক্সের আগে চোটের কবলে কুস্তিগীর বজরং পুনিয়া