দেশে নিম্নমুখী করোনা সংক্রমণের গ্রাফ, ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের নীচে

Omicron's group infection in the country

দেশে নিম্নমুখী করোনা সংক্রমণের গ্রাফ। দৈনিক সংক্রমিতের সংখ্যা নামল ৫০ হাজারের নীচে। গত ২৪ এপ্রিল দেশে আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের কম ছিল। পরে তা বেড়ে মে মাসের শুরুতে পৌঁছয় ৪ লক্ষে। কমেছে মৃত্যুর সংখ্যাও। দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা কমায় সক্রিয় রোগীর সংখ্যা ধারাবাহিকভাবে কমছে।

আরও পড়ুন-করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে, টি-২০ বিশ্বকাপ ভারত থেকে সরলো আমিরশাহিতেই

শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ৬৯৮ জন। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১ হাজার ১৮৩ জনের। এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে দেশে মোট মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৯৪ হাজার ৪৯৩ জনের। দেশের মধ্যে সবথেকে বেশি মৃত্যু হচ্ছে মহারাষ্ট্রে।

দেশে কমেছে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা। দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৫ লক্ষ ৯৫ হাজার ৫৬৫ জন। এছাড়াও করোনা নিয়ন্ত্রণে আনতে দেশজুড়ে চলেছে টিকাকরণ।

 

Previous articleকরোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে, টি-২০ বিশ্বকাপ ভারত থেকে সরলো আমিরশাহিতেই
Next articleবাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, ৩দিন বন্ধ সোনারপুর-রাজপুরের বাজার