করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে, টি-২০ বিশ্বকাপ ভারত থেকে সরলো আমিরশাহিতেই

করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে, টি-২০ বিশ্বকাপ ভারত থেকে সরলো আমিরশাহিতেই

করোনা (Corona) আবহে ভারত থেকে সরতে চলেছে টি-২০ বিশ্বকাপ (T20 WC)। ক্রিকেটের এই মেগা টুর্নামেন্টের আসর বসবে সংযুক্ত আরব আমিরশাহিতে (UAE)। সেখানেই হবে অসমাপ্ত চতুর্দশ আইপিএলের (IPL) শেষ পর্যায়। যার ফাইনাল হতে পারে ১৫ অক্টোবর। তার ঠিক একদিন বাদে, অর্থাৎ ১৭ অক্টোবর শুরু হবে ১৬ দলের টি-২০ বিশ্বকাপ। ফাইনাল ১৪ নভেম্বর। আইসিসি’র (ICC) সূত্রে এমনটাই জানা গিয়েছে।

আরও পড়ুন-জর্জ ফ্লয়েড খুনের শাস্তি, প্রাক্তন পুলিশ কর্তার সাড়ে ২২ বছরের কারাদণ্ড আমেরিকায়

প্রসঙ্গত, করোনা পরিস্থিতির ভারতে যে টি-২০ বিশ্বকাপ আয়োজন সম্ভব নয়, তা বুঝেই এমন সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। এর আগে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আগে আইসিসি’র কাছে কিছুটা সময় চেয়েছিল বিসিসিআই (BCCI)। কিন্তু ভারতে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কায় অনেক দেশ এখানে খেলতে আসতে চাইছে না। ফলে টি-২০ বিশ্বকাপ আমিরশাহিতে সরিয়ে নিয়ে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিলো আইসিসি।

 

Previous articleজর্জ ফ্লয়েড খুনের শাস্তি, প্রাক্তন পুলিশ কর্তার সাড়ে ২২ বছরের কারাদণ্ড আমেরিকায়
Next articleদেশে নিম্নমুখী করোনা সংক্রমণের গ্রাফ, ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের নীচে