Thursday, August 21, 2025

বিপদে মানুষের পাশে দাঁড়াতে এবার “ক্যুইক রেসপন্স টিম” তৈরির ভাবনা সায়িনীর

Date:

Share post:

বিধানসভা ভোটের (Assembly Election) আগে উল্কার মতো রাজনীতিতে উত্থান। তারপর দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ইচ্ছায় আসানসোল দক্ষিণে (Asansol Dakshin) তৃণমূলের ( TMC) প্রতীকে ভোটে দাঁড়ানো। দুর্দান্ত লড়াই দিয়েও শেষ পর্যন্ত জেতা হয়নি। তবে পরাজয়ের গ্লানিকে দূরে সরিয়ে মানুষের দুর্যোগের দিনে কলকাতা থেকে কলকাতা থেকে আসানসোল ছুটে গিয়েছেন সায়নী ঘোষ (Sayani Ghosh)। দাঁড়িয়েছেন মানুষের পাশে। অভিনেত্রী থেকে প্রকৃত অর্থে হয়ে উঠেছেন নেত্রী।

 

তবে ভোটের ফলাফল যাইহোক না কেন, সায়নীর উপর ভরসা রেখে তাঁকে দলের যুব সভানেত্রীর দায়িত্ব তুলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। দায়িত্ব নেওয়ার পর থেকেই রোজ নিয়ম করে তৃণমূল ভবনে গিয়ে সংগঠনের কাজ করছেন টলি অভিনেত্রী।

 

বিধায়ক, জনপ্রতিনিধি না হয়েও মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করা যায়, সেই পাঠ দিচ্ছেন দলের যুব সম্প্রদায়কে। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় করোনা মহামারি ও প্রাকৃতিক বিপর্যয়ের দিনে মানুষকে আরও বেশি পরিষেবা দিতে চাইছে সায়নী ঘোষের নেতৃত্বাধীন শাসক দলের যুব সংগঠন। সেই লক্ষ্যেই জেলায় জেলায়, ব্লকে ব্লকে “ক্যুইক রেসপন্স টিম” (Week Response Team) বানানোর পরিকল্পনা করেছেন তৃণমূল যুব কংগ্রেসের নয়া রাজ্য সভানেত্রী সায়নী। ইতিমধ্যেই জেলা সফর শুরু করেছেন সায়নী। সময়, পরিস্থিতি বুঝে সমস্ত জেলায় যাবেন তিনি। যুব সংগঠনকে আরও শক্তিশালী ও মজবুত করে বদ্ধ পরিকর তিনি।

 

শুধু রাজনীতির পাঠ দেওয়া নেওয়াই নয়, সায়নী ঘোষের নেতৃত্বে রাজ্যের সব জেলাতেই যুব সংগঠনের কর্মীদের নিয়ে ওই বিশেষ টিম তৈরি করা হবে। তাঁদের কাছে থাকবে ঝড়, জল, বন্যায় কাজ করার প্রশিক্ষণ। ত্রাণ থেকে শুরু করে বিপদগ্রস্ত মানুষকে উদ্ধার—সব কাজে সর্বদা প্রস্তুত থাকবে তাঁরা। সাম্প্রতিককালে একাধিক প্রাকৃতিক বিপর্যয়ের পরেই বিষয়টি নেতৃত্বের মাথায় আসে। ইতিমধ্যে হুগলির আরামবাগ ও দক্ষিণ ২৪ পরগনার নামখানায় প্রাথমিকভাবে কাজ শুরু করেছে ওই টিম। বিপদে-আপদে দুর্যোগে থাকা মানুষের পাশে যত দ্রুত সম্ভব পৌঁছে যাওয়া যায়, তার জন্য সমস্তরকম বন্দোবস্ত করা হবে দলের তরফ থেকে।

 

spot_img

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...