Saturday, December 20, 2025

আটটি ছবিতে ঐশ্বর্য আমার থেকে বেশি পারিশ্রমিক পেয়েছেন : অভিষেক

Date:

Share post:

তাঁরা বোধহয় বলিউডের সবচেয়ে আলোচিত দম্পতি (celeb couple of Bollywood) । ঐশ্বর্য রাই বচ্চন এবং অভিষেক বচ্চন (Aishwarya Rai Bachchan and Abhishek Bachchan)। বিশ্বসুন্দরী ও বলিউডের প্রতিষ্ঠিত স্বনামধন্য অভিনেত্রী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মডেল। এ হেন হাই প্রোফাইল মহিলাকে নিজের জীবন সঙ্গিনী হিসেবে গ্রহণ করা যথেষ্ট সাহসিকতার কাজ। আর সেই কাজটি করে দেখিয়েছেন অভিষেক বচ্চন। বহু সমালোচনা, বহু ঝড় ঝাপটা সামলাতে হয়েছে এই দম্পতিকে। স্ত্রীর উজ্জ্বল কেরিয়ারগ্রাফের পাশে স্বামী অভিষেক এর কেরিয়ার গ্রাফ কিছুটা হলেও ম্লান। কিন্তু তাও শত্রুদের মুখে ছাই দিয়ে স্বামী-স্ত্রী দুটিতে দিব্যি মিলে মিশে রয়েছেন। এখন তো এই সম্পর্কের ভিত্তি আরো মজবুত। একমাত্র কন্যা সন্তান আরাধ্যা(Aaradhya Bachchan)। তিনজনের সুখী এবং খুশি সংসার। সম্প্রতি একটি অনুষ্ঠানে অভিষেক বচ্চনকে প্রশ্ন করা হয়েছিল, হলিউডের লিঙ্গ বৈষম্য নিয়ে। বিশেষ করে নায়ক নায়িকার পারিশ্রমিকের বিভাজন নিয়ে।

তখন অভিষেক বচ্চন বলেন যে তাঁর স্ত্রী ঐশ্বর্য্য রাইয়ের সঙ্গে তিনি ন’টি ছবিতে অভিনয় করেছিলেন। তার মধ্যে আটটি ছবিতে ঐশ্বর্য্যকে বেশি পারিশ্রমিক দেওয়া হয়েছিল। সে কথা তিনি জানতেন। কিন্তু তার জন্য কখনও প্রতিবাদ করেননি। এমনকী ছবির কাজ ছেড়ে বেরিয়ে আসেনি। আর ঐশ্বর্য তার থেকে বেশি পারিশ্রমিক দেয়া হয়েছে সে কথা জানার পরেও তাঁকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে বিন্দুমাত্র অসুবিধে হয়নি।

অভিষেক আরো বলেন, আর পাঁচটা ব্যবসার মত এবং ফিল্ম ইন্ডাস্ট্রিতে ও লিঙ্গ সমতা নিয়ে বিতর্ক রয়েছে। আমি আমার স্ত্রীর সঙ্গে ন’টি ছবিতে কাজ করেছি এবং তার মধ্যে আটটিতে সে আমার চেয়ে বেশি পারিশ্রমিক পেয়েছে। যেমন ‘পিকু’-তে দীপিকা পাড়ুকোন(Deepika Padukone) সর্বাধিক পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী ছিলেন। এটি একটি ব্যবসা এবং আপনি যদি বিক্রয়যোগ্য অভিনেত্রী হন তবে সে অনুযায়ী আপনাকে পারিশ্রমিক দেওয়া হয়। আপনি একজন নবাগতে হয়ে শাহরুখ খানের মতো পারিশ্রমিক পাওয়ার দাবি করতে পারেন না।”

spot_img

Related articles

টি-টোয়েন্টি বিশ্বকাপে দায়িত্ব বাড়লো অক্ষরের, ওয়াইল্ড কার্ডে চমক দিলেন ঈশান!

বছর ঘুরলেই ক্রিকেটপ্রেমীদের নজরে বাইশ গজে কুড়ি-কুড়ি বিশ্বকাপের লড়াই (T20 World Cup 2026)। পূর্ব ঘোষণা মতোই শনিবার ২০২৬...

We want East Bengal Back: মোদির সভায় কী বাংলাদেশ দখলের ডাক!

প্রতিবেশী বাংলাদেশে অস্থির পরিস্থিতি। রাজনৈতিক নেতা থেকে মৌলবাদী নেতারা বারবার ভারত-বিরোধী ডাক দিচ্ছেন। আক্রান্ত হচ্ছে ভারতের দূতাবাস। তা...

SIR-এ বিপদে পড়া মানুষদের জন্য একটি শব্দ নেই! মোদির বৈঠকে কটাক্ষ তৃণমূলের

মতুয়া গড়ে এসআইআরে বাদ মতুয়া সম্প্রদায়ের বহু মানুষের নাম। সেই পরিস্থিতিতে রানাঘাটের মানুষের জন্য কী বার্তা দেবেন প্রধানমন্ত্রী...

প্রধানমন্ত্রীর সভায় এসে ট্রেনের ধাক্কায় মৃত ৪: সামান্য উল্লেখ মোদির ভাষণে!

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় লোক ভরাতে আশেপাশে সব জেলা থেকে লোক জোগাড় করতে হয়েছে বিজেপিকে। কারণ মতুয়া গড়...