রাজেশ বিন্দল নিরপেক্ষ নন৷ তাঁর কার্যকলাপে কলকাতা হাইকোর্টের মর্যাদা ক্ষুন্ন হচ্ছে৷

কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির অপসারণের দাবি জানিয়ে রবিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে (CJI) চিঠি দিলেন রাজ্য বার কাউন্সিলের চেয়ারম্যান বিধায়ক অশোক দেব৷

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রামান্নাকে লেখা এই চিঠিতে রাজ্য বার কাউন্সিল একাধিক দৃষ্টান্ত তুলে ধরে বলেছে কেন রাজেশ বিন্দলকে এই মুহুর্তেই কলকাতা হাইকোর্ট থেকে সরানো প্রয়োজন৷

বার কাউন্সিলের বক্তব্য, একাধিক মামলার বিষয়ে প্রধান বিচারপতি নিরপেক্ষ থাকতে পারেননি৷ বিশেষ করে রাজ্য সরকার যে মামলায় জড়িত, সেই মামলাগুলির ক্ষেত্রে তা প্রকট হয়েছে৷

ওই চিঠিতে একের পর এক নজির উল্লেখ করে বার কাউন্সিল বলেছে নারদ-মামলা, নন্দীগ্রাম-পুণর্গণনা মামলায় হাইকোর্টের প্রধান বিচারপতির ভূমিকা স্বচ্ছ নয়। এই দুই মামলায় প্রধান বিচারপতির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বার কাউন্সিল। নারদ-মামলায় চার নেতা-মন্ত্রীর জামিন স্থগিত করা, মুখ্যমন্ত্রী এবং আইনমন্ত্রীর দায়ের করা হলফনামা গ্রহণ না করার ঘটনায় স্পষ্ট হয়েছে, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি পক্শপাতদুষ্ট৷
পাশাপাশি বারবার একাধিক আইনি আবেদন করা সত্ত্বেও নন্দীগ্রাম- পুণর্গণনা মামলা যেভাবে বিচারপতি কৌশিক চন্দের এজলাসেই রাখা হয়েছে, তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে৷ মূলত এসব কারনেই রাজেশ বিন্দলের অপসারণ দাবি করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি পাঠানো হয়েছে ।

আরও পড়ুন- কেন বাংলা ভাগের দাবি? বিজেপি বিধায়কের বাড়ির সামনে তৃণমূলের বিক্ষোভ
