Saturday, December 20, 2025

আলাদা উত্তরবঙ্গের আবেগে ধুনো দিয়েও একসাথে থাকার কথা বললেন দিলীপ

Date:

Share post:

আলাদা উত্তরবঙ্গের দাবিতে আবেগের ধুনো দিয়ে শেষে রাজ্যে সবাইকে মিলেমিশে থাকার কথা বলা হবে, এটাই কি রাজ্য বিজেপির(BJP) নতুন লাইন! বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের(Dilip Ghosh) সাম্প্রতিক উত্তরবঙ্গ(North Bengal) সফরের দ্বিতীয় দিনে সেটাই যেন স্পষ্ট হল।

রবিবার কোচবিহারে উপস্থিত হয় দিলীপ ঘোষ ফের বললেন, স্বাধীনতার পর থেকে উত্তরবঙ্গ বারবার বঞ্চিত হয়েছে বলেই বিচ্ছিন্ন হতে চায়। অর্থাৎ আলাদা উত্তরবঙ্গের দাবির যৌক্তিকতা রয়েছে বলে দিলীপবাবু বুঝিয়ে দেন। আবার সেই সঙ্গে জানান, অতীতে উত্তরবঙ্গের মানুষ কংগ্রেস, বামেদের ও পরে তৃণমূলকেই বেশি আসনে জিতিয়ে দেখেছেন বঞ্চনা দূর হয়নি, সে জন্য এবার বিজেপিকে বেশি আসন দিয়েছেন। দিলীপবাবু জানান, বিজেপি উত্তরবঙ্গবাসীর আবেগকে মর্যাদা দিয়ে রাজ্যের সবাইকে নিয়ে একযোগে চলবে।

আরও পড়ুন:ডিসেম্বরের মধ্যে টিকাকরণ কর্মসূচি শেষ করার লক্ষ্যমাত্রা, হলফনামায় জানাল কেন্দ্র

উল্লেখ্য, সদ্যসমাপ্ত বিধানসভা ভোটের পরে বিজেপির আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লা আলাদা উত্তরবঙ্গের দাবি তোলেন। উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত করার দাবিও তুলেছেন তিনি। তাতে সামিল হয়েছেন আরও কয়েকজন বিধায়ক। শনিবার রাতে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর গোষ ফেসবুকে লিখেছেন, উত্তরবঙ্গের মানুষ যেভাবে দক্ষিণবঙ্গের মানুষকে আপন করে নেন, তেমনভাবে দক্ষিণবঙ্গও কী উত্তরবঙ্গকে আপন মনে করে! ফলে, সব মিলিয়ে বিজেপি যে হিসেব করেই আলাদা উত্তরবঙ্গের দাবিকে সামনে রেখে বাজার গরম করতে মরিয়া হয়ে উঠেছে তা স্পষ্ট বলে অনেকেই মনে করছেন।

 

spot_img

Related articles

বাংলায় হিংসা ছড়াচ্ছে অমিত মালব্য: পুলিশের দ্বারস্থ তৃণমূল

প্রতিবেশী দেশ বাংলাদেশে কোনও রকম অশান্তি হলে তার আঁচ সবার আগে পড়ে বাংলায়। সেই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাত থেকে...

শীতের শহরে ম্যারাথনের উত্তাপ, ভারতীয় সংস্কৃতিতে মজে অলিম্পিক্স পদকজয়ী দৌড়বিদ

শীতের শহরে ম্যারাথনের উত্তাপ। রবিবার ভোরে কলকাতার রাজপথে ম্যারাথনে (World 25K Kolkata)অংশ নেবেন বিশ্বের খ্যতনামা রানাররা। ইতিমধ্যেই শহরে...

হার্দিক-বরুণের দাপটে স্বস্তির জয়, চিন্তা বজায় রাখলেন সূর্য

শনিবার টি২০  বিশ্বকাপের(T20 World Cup) দল ঘোষণা। তার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০(T20) সিরিজ জিতল টিম ইন্ডিয়া। আহমেদাবাদে...

কবে থেকে ভোটারদের শুনানি: শুক্রেও নিরুত্তর কমিশন!

খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে ১৬ ডিসেম্বর। অন্যান্য রাজ্যের মতো অতিরিক্ত সময় চায়নি বাংলার নির্বাচন কমিশন (Election Commission)।...