Sunday, November 9, 2025

বড় ভাঙনের মুখে আসানসোল বিজেপি, খোদ জেলা সম্পাদক আজ তৃণমূলে ?

Date:

Share post:

এবার আসানসোলে বড় ভাঙন বিজেপিতে। বিধানসভা ভোটে গুরু দায়িত্ব কাঁধে নিয়েছিলেন যেসব নেতারা, শিল্প শহরে তাদের গলাতেও এখন বেসুরো সুর।কেউ আবার আরও এক ধাপ এগিয়ে বলছেন, ‘মন ভেঙে গিয়েছে।’ সেই তালিকায় অন্যতম বিজেপি-র আসানসোলের জেলা সম্পাদক মদনমোহন চৌবে।
শনিবার সন্ধ্যা পর্যন্ত বিজেপির জেলা সম্পাদকের পদ না ছাড়লেও মদনমোহন কিন্তু সাফ জানিয়ে দিয়েছেন, ‘আমরা তৃণমূলে যাচ্ছি’।

আসানসোল রবীন্দ্রভবনে তৃণমূল আয়োজন করেছে ‘যোগদান’ মেলার। যে মেলার মূল উদ্যোক্তা রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা মলয় ঘটক। সব ঠিকঠাক থাকলে রবিবাসরীয় ওই ‘মেলা’য় বিজেপি ছেড়ে জোড়াফুল শিবিরের পতাকা তুলে নিতে চলেছেন গেরুয়াশিবিরের প্রায় ৪০০ নেতা এবং কর্মী।
২০১১-এর পর ২০২১- এ বিজেপির প্রার্থী হিসেবে বিপুল ভোটে হেরেছেন মদনমোহন। আর এর জন্য তিনি দায়ী করছেন দলের উচ্চপদস্থ নেতৃত্বকে।

কী বলছেন মদনমোহন? তার বক্তব্য, মনটা ভেঙে গিয়েছে। অনেক জায়গাতেই যাঁদের টিকিট দেওয়া হয়েছিল তাঁদের বদলে বিজেপি-র কোনও কর্মীকে টিকিট দিলে ভাল হত। শুধু এখানে নয়। সব জায়গায়। ভাবতে পারিনি নিজের দল তার আদর্শ থেকে সরে যাবে এবং দুর্নীতি করবে। দল করার আর মানসিকতা আর নেই। এই দুর্নীতিতে কারা জড়িত সে খবর আপনারা কিছু দিন বাদে পেয়ে যাবেন। বড়, ছোট সব নেতাই এর সঙ্গে জড়িত।

যদিও ড্যামেজ কন্ট্রোলে ময়দানে নেমেছেন আসানসোলের বিজেপি নেতা লক্ষ্মণ ঘোড়ুই। তার দাবি, এই জেলায় বিজেপি-র কেউ এখনও দল ছেড়ে যায়নি। আমার কাছে দল ছেড়ে দেওয়ার খবরও নেই। দীর্ঘ সন্ত্রাসের জেরে কিছু হতাশা তৈরি হয়েছে। আমার বিশ্বাস, কেউ দল ছাড়বে না।
তৃণমূলের রাজ্য সম্পাদক ভি শিবদাসন জানিয়েছেন , আসানসোলের বিভিন্ন বিধানসভা কেন্দ্র থেকেই বিজেপি এবং সিপিএমের বিভিন্ন পদাধিকারী তৃণমূলে যোগ দেওয়ার আবেদন করেছেন। আমরা বিষয়টি দলকে জানিয়েছি। নির্দেশ পেলেই তাঁরা দলে যোগ দেবেন।

 

 


spot_img

Related articles

এপিকের সঙ্গে মোবাইল লিঙ্ক না থাকলে অনলাইনে ফর্ম নয়! কমিশনের নিয়মে ক্ষোভে ফুঁসলেন কল্যাণ 

নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক। রবিবার শ্রীরামপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে ভোট রক্ষা শিবিরে অংশ...

ফাইনাল ম্যাচে শাহরুখের মন্ত্রেই ছাত্রীদের তাতিয়ে ছিলেন? অকপট স্মৃতিদের কোচ

ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জেতার পরই চক দে ইন্ডিয়ার কবীর খান হয়ে উঠেছেন অমল মুজুমদার(Amol Muzumdar)। কী বলে...

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল: রাজ্যজুড়ে শোকাহত পরিবারগুলির ঘরে দলের জনপ্রতিনিধিরা 

এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। কোথাও আত্মহত্যা, কোথাও আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু— ভয় ছড়িয়ে পড়েছে গ্রাম...

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...