রাজ্যপালের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রীর। রাজ্যপাল একজন দুর্নীতিগ্রস্ত মানুষ, জৈন হাওয়ালা নাম জড়িয়ে ছিল জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankar)- সোমবার, সাংবাদিক বৈঠকে এই অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। তিনি বলেন, জৈন হাওয়ালা মামলায় নাম ছিল রাজ্যপালের। কিন্তু আদালতে গিয়ে কোনওভাবে সেই মামলা থেকে তাঁর নাম সরানো হয়েছে একজন দুর্নীতিগ্রস্ত মানুষ। মুখ্যমন্ত্রী বলেন, জৈন হাওয়ালা মামলায় চার্জশিট কার নাম ছিল তা খুঁজলেই পাওয়া যাবে। এখনও ওই সংক্রান্ত ঘটনায় একটি জনস্বার্থ মামলা চলছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন-বাস-অটো চলাচলে ছাড়, আরও শিথিল করে বিধিনিষেধ জারি 15 জুলাই পর্যন্ত: মুখ্যমন্ত্রী
তিনি বলেন, সেখানে বিজেপির নেতাদের সঙ্গে বসে আলোচনা করছেন রাজ্যপাল। শুধু তাই নয়, আন্দোলন জারি রাখার কথা বলছেন। সাংবিধানিক প্রধান হিসেবে কিভাবে এই বার্তা দিতে পারেন তিনি? প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী।
একইসঙ্গে ভোট-পরবর্তী হিংসার অভিযোগের তদন্ত করতে মানবাধিকার কমিশনের প্রতিনিধিদের রাজ্য সফরের বিষয়ে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, তাঁর কাছে খবর আছে বেশিরভাগ লোকেই সাজিয়ে-গুছিয়ে কমিশনের প্রতিনিধিদের সামনে উপস্থিত করেছেন বিজেপি নেতারা এরমধ্যে সত্যতা নেই।
মুখ্যমন্ত্রী এদিন ফের জানান, তিনবার রাজ্যপালকে সরানোর জন্য দিল্লিতে চিঠি লিখেছেন তিনি। অবিলম্বে বাংলার স্বার্থে এই রাজ্যপালকে সরানো উচিত বলে মন্তব্য করেন মমতা।