Sunday, August 24, 2025

ধনকড় দুর্নীতিগ্রস্ত, জৈন হাওয়ালা মামলায় নাম জড়িয়ে ছিল: বিস্ফোরক অভিযোগ মমতার

Date:

রাজ্যপালের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রীর। রাজ্যপাল একজন দুর্নীতিগ্রস্ত মানুষ, জৈন হাওয়ালা নাম জড়িয়ে ছিল জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankar)- সোমবার, সাংবাদিক বৈঠকে এই অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। তিনি বলেন, জৈন হাওয়ালা মামলায় নাম ছিল রাজ্যপালের। কিন্তু আদালতে গিয়ে কোনওভাবে সেই মামলা থেকে তাঁর নাম সরানো হয়েছে একজন দুর্নীতিগ্রস্ত মানুষ। মুখ্যমন্ত্রী বলেন, জৈন হাওয়ালা মামলায় চার্জশিট কার নাম ছিল তা খুঁজলেই পাওয়া যাবে। এখনও ওই সংক্রান্ত ঘটনায় একটি জনস্বার্থ মামলা চলছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, কেন হঠাৎ উত্তরবঙ্গ (North Bengal) সফরে গেলেন রাজ্যপাল তা খতিয়ে দেখা উচিত। উত্তরবঙ্গ ভাগের চক্রান্ত চলছে। এই পরিস্থিতিতে রাজ্যপাল উত্তরবঙ্গে গিয়ে বিজেপি (Bjp) নেতাদের সঙ্গে বৈঠক করছেন। ধনকড় এক্তিয়ার বহির্ভূত কাজ করছেন বলে তীব্র অভিযোগ জানান মমতা। এর পাশাপাশি, রাজ্যপালের সফরে খরচ নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। রাজ্যে যেখানে মহামারি আইন বলবৎ রয়েছে, সেই পরিস্থিতিতে কীভাবে বেশি মানুষের জমায়েত করা হচ্ছে সেদিকটাও দেখা উচিত বলে মনে করেন মমতা।

আরও পড়ুন-বাস-অটো চলাচলে ছাড়, আরও শিথিল করে বিধিনিষেধ জারি 15 জুলাই পর্যন্ত: মুখ্যমন্ত্রী

তিনি বলেন, সেখানে বিজেপির নেতাদের সঙ্গে বসে আলোচনা করছেন রাজ্যপাল। শুধু তাই নয়, আন্দোলন জারি রাখার কথা বলছেন। সাংবিধানিক প্রধান হিসেবে কিভাবে এই বার্তা দিতে পারেন তিনি? প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী।

একইসঙ্গে ভোট-পরবর্তী হিংসার অভিযোগের তদন্ত করতে মানবাধিকার কমিশনের প্রতিনিধিদের রাজ্য সফরের বিষয়ে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, তাঁর কাছে খবর আছে বেশিরভাগ লোকেই সাজিয়ে-গুছিয়ে কমিশনের প্রতিনিধিদের সামনে উপস্থিত করেছেন বিজেপি নেতারা এরমধ্যে সত্যতা নেই।

মুখ্যমন্ত্রী এদিন ফের জানান, তিনবার রাজ্যপালকে সরানোর জন্য দিল্লিতে চিঠি লিখেছেন তিনি। অবিলম্বে বাংলার স্বার্থে এই রাজ্যপালকে সরানো উচিত বলে মন্তব্য করেন মমতা।

 

Related articles

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...

থিম ভাষা-সন্ত্রাস ও বাংলা-বিদ্বেষ! জোর প্রস্তুতি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের 

২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে ঘিরে চলছে জোরকদমে প্রস্তুতি। আবারও ছাত্র-ছাত্রীদের ঢল নামতে চলেছে কলকাতায়। পাহাড়...
Exit mobile version